Wednesday, August 27, 2025

সামনেই আইপিএল ২০২৫-এর মেগা নিলাম। এই নিলামে উঠতে চলেছেন কে এল রাহুল, শ্রেয়স আইয়র, ঋষভ পন্থের মতন ক্রিকেটাররা। এই নিলামে সবচেয়ে আলোচনার কেন্দ্রে কে এল রাহুল। গতবছর তিনি ছিলেন লখনউ সুপার জায়ান্টে। এবছর তিনি আর লখনউতে থাকতে চাননি। আর এর কারণ হিসাবে মনে করা হচ্ছে, গত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর রাহুলের উদ্দেশ্যে মাঠে সকলের সামনে লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার চরম তিরষ্কার। আর এই নিয়ে এবার মুখ খুললেন রাহুল নিজেই। জানালেন, সেই ঘটনা গোটা দলকে প্রভাবিত করেছিল।

এই নিয়ে এক সাক্ষাৎকারে রাহুল বলেন,” ম্যাচের শেষে মাঠে যা হয়েছিল তা ভাল হয়নি। সকলে দেখেছিল। এই ধরনের ঘটনা ঠিক নয়। এতে গোটা দলের উপর প্রভাব পড়ে। সেটাই হয়েছিল। ওই ঘটনা গোটা দলের ক্ষতি করেছিল।” এখানেই না থেমে রাহুল আরও বলেন,” আমি আইপিএলে আবার নতুন ভাবে শুরু করতে চেয়েছিলাম। চেয়েছিলাম স্বাধীন ভাবে খেলতে। এমন একটা দলে যেতে যেখানে সাজঘরের পরিবেশ এতটা চাপের না থাকে। কখনও কখনও ভাল কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়।” রাহুল যদিও সরাসরি গোয়েঙ্কার বিরুদ্ধে কিছু না বললেও তাঁর কথা থেকে স্পষ্ট যে লখনউয়ের সাজঘরের পরিবেশ ভাল ছিল না।

গত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর রাহুলের উদ্দেশ্যে মাঠে সকলের সামনে লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার চরম তিরষ্কার। যার পরে যদিও গোয়েঙ্কা রাহুলের সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছিলেন। দুজনকে দেখা যায় এক সঙ্গেও।

আরও পড়ুন- অজিদের বিরুদ্ধে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, চোট পেলেন এই ক্রিকেটার


Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version