Tuesday, May 6, 2025

প্রোটিয়াদের বিরুদ্ধে ২৮৩ রান করতেই, একাধিক রেকর্ড ভারতের ঝুলিতে

Date:

গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারতীয় দল। চতুর্থ টি-২০ ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে ১৩৫ রানে জয় পায় সূর্যকুমার যাদবের দল। এই জয়ের ফলে চার ম্যাচের টি-২০ সিরিজে ৩-১ জয় পায় টিম ইন্ডিয়া।

গতকাল ম্যাচে ভারতের হয়ে ব্যাট হাতে দুরন্ত লড়াই করেন সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা । ১০৯ রানে অপরাজিত সঞ্জু। ১২০ রানে অপরাজিত তিলক। তাদের ব্যাটের সৌজন্যেই ২৮৩ রান করে টিম ইন্ডিয়া। আর এই রানের সুবাদে একাধিক রেকর্ড গড়ে ভারতীয় দল। রেকর্ড গড়েন সঞ্জু-তিলক।

গতকাল ২৮৩ রান করতেই, প্রোটিয়াদের বিরুদ্ধে করা এই স্কোরই বিদেশের মাটিতে টি-২০ তে সর্বোচ্চ রান ভারতের। শুধু তাই নয়, প্রোটিয়াদের বিরুদ্ধে ১৪.১ ওভারে ২০০ রানের গণ্ডি পার করে টিম ইন্ডিয়া। যা ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে টিম ইন্ডিয়ার দ্রুততম ২০০ রান। এছাড়াও, প্রোটিয়াদের বিরুদ্ধে ২৩টি ছক্কা হাঁকিয়েছে টিম ইন্ডিয়া। যা কিনা টি-২০ ক্রিকেটে সেরা ১০ দেশের মধ্যে সর্বাধিক। এর আগে এক ইনিংসে ২২টি ছক্কা মারার নজির ছিল ভারতের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ২০টি ছক্কা মেরেছেন তিলক বর্মা এবং ১৯টি ছক্কা মেরেছেন সঞ্জু স্যামসন। যা এক সিরিজে ভারতীয়দের নিরিখে সর্বোচ্চ। এর আগে বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক সিরিজে ১৩টি ছক্কা মারেন।

আরও পড়ুন- রঞ্জিট্রফিতে মধ্যপ্রদেশকে ১১ রানে হারাল বঙ্গ ব্রিগেড


Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version