দেড় দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে বাড়ি থেকে উদ্ধার উত্তর বারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের (Satyajit Banerjee) ঝুলন্ত দেহ। শনিবার সকালের তৃণমূল নেতার এই রহস্যমৃত্যু ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

আত্মহত্যা নাকি খুন? বারাকপুরের তৃণমূল নেতার মৃত্যুতে বাড়ছে ধোঁয়াশা। পরিবার সূত্রে জানা যাচ্ছে শুক্রবার ভোরের দিকে বেরিয়েছিলেন সত্যজিৎ, তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের তরফে বহু চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। অবশেষে শনিবার চিলেকোঠা থেকে উদ্ধার হল মৃতদেহ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
