Thursday, August 21, 2025

অজিদের বিরুদ্ধে নামার আগে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে কোহলি, টপকে যাওয়ার সুযোগ সচিনকে

Date:

২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। পারথে প্রথম ম্যাচে নামবে ভারত-অস্ট্রেলিয়া। তবে তার আগে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। সুযোগ রয়েছে ভারতেত প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে টপকে যাওয়ার। সম্প্রতি একেবারেই নিজের চেনা ছন্দে নেই কোহলি। তবে নিজের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া ভারতের প্রাক্তন অধিনায়ক। আখন দেখার অজিদের বিরুদ্ধে রেকর্ড গড়তে পারেন কিনা বিরাট।

এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতের মধ্যে সবথেকে বেশি রান করেছেন সচিন। মাস্টার ব্লাস্টারের ঝুলিতে রয়েছে মোট ১৮০৯ রান। অপরদিকে বিরাট কোহলি এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে করেছেন ১৩৫২ রান। সেক্ষেত্রে, ৫ ম্যাচের সিরিজে কোহলি যদি ৪৫৮ রান করেন, তাহলে টপকে যাবেন সচিনকে।

এছাড়াও , বিদেশী ব্যাটারদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সবথেকে বেশি টেস্ট শতরান করার রেকর্ড রয়েছে ইংল্যান্ডের জ্যাক হবসের। ৯টি সেঞ্চুরি করেছিলেন তিনি। বিরাট কোহলির রয়েছে ৬টি শতরান। আর ৪টি শতরান করতে পারলেই শীর্ষে চলে আসবেন কোহলি। এছাড়াও, অস্ট্রেলিয়ার মাটিতে সব ধরনের ক্রিকেট মিলিয়ো বিরাট কোহলি মোট রান ৩৪২৬। ভারতীয়দের মধ্যে কোহলিই সর্বোচ্চ। পাঁচ টেস্টের সিরিজে ৫৭৪ রান করতে পারলেই প্রথম ব্যাটার হিসেবে অজিভূমে ৪ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

এছাড়াও সব ধরনের ক্রিকেট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬টি শতরান রয়েছে কোহলির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব চেয়ে বেশি ২০টি শতরান রয়েছে সেই সচিন তেন্ডুলকরের ঝুলিতে। আর ৪টি শতরান করলে সচিনকে ছুঁয়ে ফেলবেন কোহলি। শীর্ষে যেতে দরকার ৫ শতরান । শুধু তাই নয় , বিশ্ব ক্রিকেটে সবধরনের ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ ১১০টি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের দখলে। বিরাট কোহলি আর ৩টি ম্যাচ খেললে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০টি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version