Sunday, November 2, 2025

পাঁচ বছরে সর্বোচ্চ পেঁয়াজের দাম! প্রভাব মহারাষ্ট্র নির্বাচনেও

Date:

একলাফে ২১ শতাংশ বাড়ল পেঁয়াজের দাম (onion price)। নভেম্বর মাস পড়তেই একদিকে পেঁয়াজ যেমন মাত্রা ছাড়ালো, তেমনই বেড়েছে অন্যান্য সবজির দামও। তবে অর্থনীতিকরা অন্যান্য সবজির দাম চার শতাংশ কমার আশা দেখালেও পেঁয়াজের দাম সাম্প্রতিক ভবিষ্যতে কমবে না বলেই আশঙ্কা তাঁদের। দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদক মহারাষ্ট্রে (Maharashtra) এই দাম বাড়ার প্রভাব পড়ছে চরমভাবে, যা টের পাচ্ছেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। নির্বাচনের আগে ভোটব্যাঙ্ক ধরে রাখতে তাই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে তৎপর শিণ্ডে সরকার।

রিজার্ভ ব্যাঙ্কের (RBI) গভর্নর শক্তিকান্ত দাস আভাস দিয়েছিলেন সেপ্টেম্বরের ৫.৫ দ্রব্যমূল্য বৃদ্ধি এর পরের মাসগুলিতে আরও বাড়বে। রাতারাতি নভেম্বর পড়তেই মিলল তার প্রমাণ। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত অর্থনীতির কারণে গোটা দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার প্রভাব সবজির বাজারে। পাইকারি বাজারে (wholesale market) ৪ নভেম্বর যে পেঁয়াজের দাম ছিল ৪৭.৭০ টাকা প্রতি কেজি, মাসের ৭ তারিখ আসতেই সেই দাম দাঁড়িয়েছে ৫৭.৭০ টাকা প্রতি কেজিতে। ফলে খুচরো বাজারে (retail market) মাসের মাঝামাঝি দাম উঠেছে ৬০ টাকা থেকে ১০০ টাকা প্রতি কেজি পর্যন্ত। ২০২৩ সালের অর্থাৎ এক বছর আগের হিসাব অনুযায়ী পেঁয়াজের দাম বেড়েছে ৫২ শতাংশ।

কেন্দ্রের সরকার অবশ্য এর পরেও নির্লজ্জের মতো দাবি করছে তাঁদের আমলে সবজি বিশেষত আলু, টমেটো, পেঁয়াজের দাম ইউপিএ (UPA) আমলের থেকে কমেছে। তাঁদের দাবি ইউপিএ আমলে পেঁয়াজের দাম দশ বছরে ২৯১ শতাংশ বেড়েছিল। সেখানে এনডিএ (NDA) আমলে বৃদ্ধির হার ৪১.০৭ শতাংশ। কেন্দ্রের সরকারের এই ধারণা কতটা ভ্রান্ত তা প্রমাণ করছে ৫২ মাসে পেঁয়াজের দাম সবথেকে বেশি মাত্রা ছোঁয়ায়। যেখানে দেখা যাচ্ছে সাধারণ সবজির দাম আগের বছরের তুলনায় ৪২ শতাংশ বেড়েছে। টমেটো (tomato) রফতানি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার বড়াই করেছে সময় মতো ও দাম বেঁধে দেওয়ার কারণে টমেটোর দাম নিয়ন্ত্রণে রয়েছে, সেই টমেটোর দাম প্রতি বছরে বেড়েছে ১৬১ শতাংশ।

কেন্দ্রের বিজেপি সরকার পেঁয়াজের দাম নিয়ে নিজেদের ব্যর্থতা স্বীকার করলেও পেঁয়াজের ঝাঁঝ টের পাচ্ছে একনাথ শিণ্ডে সরকার। উত্তর মহারাষ্ট্রে পেঁয়াজের দাম বাড়ায় লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) সেখানে ভোটের বাজারে টান পড়েছিল বিজেপি-শিবসেনা(একনাথ শিণ্ডে)-এনসিপি(অজিত পাওয়ার) জোটের। এবার সেই ঝাঁঝ যাতে বিধানসভা নির্বাচনে ফের জোটের চোখে জল না আনে তার জন্য তৎপর একনাথ শিণ্ডে (Eknath Shinde)। উত্তর মহারাষ্ট্রের যে কৃষকরা পেঁয়াজ মজুত করছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। নির্বাচনের আগে শিণ্ডের নির্দেশে কতটা কাজ হবে তা অবশ্য অনিশ্চিত বলে অনুমান রাজনীতিকদের।

Related articles

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...

হ্যালোইন পার্টিতে ফ্রেমবন্দি রণবীর কাপুরের প্রাক্তন এবং বর্তমান

বলিউডের হ্যালোইন পার্টিতে(halloween party) উপস্থিত দুই অভিনেত্রী আলিয়া ভট্ট(Alia Bhatt) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) । হতেই পারে, কিন্তু ইতিমধ্যেই...

দিলীপের জন্য খুলল মুরলীধর সেনের বন্ধ ঘরের তালা: তবু অনুপস্থিত ‘নব্য’ বিজেপি!

৭০ বছর ধরে বিজেপি নেতা কর্মীরা এখানে অন্যান্য সব কর্মসূচির পাশাপাশি বিজয়া সম্মেলনীতেও মিলিত হতেন। অথচ মুরলীধর সেন...
Exit mobile version