Friday, November 7, 2025

যাদবপুরের বিশেষজ্ঞদের সাহায্যে পার্ক সার্কাস বাজার সংস্কার, দ্রুত শুরু কাজ

Date:

এবার শীঘ্রই পার্ক সার্কাস বাজারের (Park Circus Market) সংস্কার নিয়ে পদক্ষেপ কলকাতা পুরসভার (Kolkata Corporation)। বাজারটির অবস্থা খুবই শোচনীয়। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। বাজার সংস্কার করতে হলে দোকানদারদের সরিয়ে দিতে হবে। জানা গিয়েছে, অস্থায়ী বাজার তৈরি হবে পার্ক সার্কাস ময়দানে। ময়দানে সেই কাজ কীভাবে, কোথায় হবে, তা দেখতে বৃহস্পতিবার পার্ক সার্কাস ময়দানে গিয়েছিলেন পুর প্রতিনিধি দল। ছিলেন পুরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার, বাজার বিভাগের মেয়র পারিষদ আমিরুদ্দিন-সহ অন্যান্য পুরসভার কর্তারা।

ঠিক হয়েছে, পার্ক সার্কাস ময়দানের ভিতরে জিমখানা টেনিস ক্লাবের (Jimkhana tennis club) পূর্ব দিকে সেই অস্থায়ী বাজার তৈরি হবে। অন্যদিকে নিউ মার্কেটের পুরনো বাজার সংস্কারের ক্ষেত্রেও খানিকটা জটিলতা তৈরি হয়েছে। সেই কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সাহায্য নিতে হবে কলকাতা পুরসভাকে। কারণ সেখানে কাজ করতে গেলে কমপক্ষে ৫০ শতাংশ দোকান অন্য জায়গায় সরাতে হবে। না হলে মাটি খুঁড়ে টাইবিম বানানো সম্ভব নয়। এদিকে এত দোকান সরানোর অসম্ভব। তাই যাদবপুরের বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক হবে। কীভাবে কাজ করা সম্ভব, তার পরামর্শ নেওয়া হবে। বৈঠক হবে ব্যবসায়ীদের সঙ্গেও।

৩৮৮টি দোকান রয়েছে পার্ক সার্কাস মার্কেটে (Park Circus Market)। এর মধ্যে আড়াইশোর অল্প বেশি দোকানের জন্য ময়দানে আলাদা স্টল হবে। মাছ, সব্জি, ফলের বাজারের জন্য আলাদা জায়গা হবে। দেবাশিস কুমার জানিয়েছেন, শীঘ্রই ময়দানে শুরু হবে অস্থায়ী বাজার তৈরির কাজ।

পুরসভা সূত্র জানা গিয়েছে, পুরনো বাজার ভেঙে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে আধুনিক মানের বাজার। আপাতত দোতলা বাজার নির্মাণ হবে। পরবর্তীতে ওই ভবনটি আটতলা করা হবে। দোতলা থেকে আটতলা পর্যন্ত নিলামে বিক্রি করবে পুরসভা। গাড়ি রাখার ব্যবস্থা থাকবে বেসমেন্টে।

Related articles

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...
Exit mobile version