Wednesday, November 5, 2025

ট্যাবের টাকা গায়েব: কীভাবে ছক সাজিয়েছিল প্রাইমারি শিক্ষক মনোজিৎ

Date:

রাজ্যের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা গায়েবে গ্রেফতার কোচবিহারের (Cochbihar) প্রাথমিক শিক্ষক। পুলিশি জেরায় উঠে এসেছে তারই চাঞ্চল্যকর তথ্য। আশঙ্কা প্রকাশ করা হয়েছে সরকারের গোটা পোর্টাল (portal) হ্যাক (hack) করে পড়ুয়াদের টাকা সরানোরও। গোটা জালিয়াতিতে মালদহ থেকে গ্রেফতার যুবকদের সূত্র ধরেই গ্রেফতার হন প্রাথমিক শিক্ষক মনোজিৎ বর্মন। আদালতের নির্দেশে তাকে ১০ দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য পুলিশ।

বিভিন্ন রাজ্যের ট্যাবের (tab) টাকা নিয়ে জালিয়াতির ঘটনায় এখনও পর্যন্ত বেশি যোগ পাওয়া গিয়েছে মালদহের। মালদহ (Maldah) থেকেই এখনও পর্যন্ত পাঁচটি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে এবার দুটি মামলা তুলে দেওয়া হল সিআইডির (CID) হাতে। মালদহ থেকে গ্রেফতার হাসেম আলি, সিদ্দিক আলি, মোবারক হোসেনদের জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় দিনহাটার প্রাথমিক শিক্ষক মনোজিৎকে। যদিও মনোজিতের দাবি, তার অ্যাকাউন্ট হ্যাক (account hack) করে এই জালিয়াতি চলেছে।

তবে পুলিশের তদন্ত বলছে অন্য কথা। সেখানে উঠে এসেছে, মনোজিতের মোট ২০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তার মধ্যে আটটি অ্যাকাউন্টে সরিয়ে ফেলা ট্যাবের টাকা জমা পড়েছে। এমনকি এই জালিয়াতির জন্য তার স্ত্রী ও অন্যান্য আত্মীয়দের অ্যাকাউন্টও ব্যবহার করা হয়েছে। সেখানেই পুলিশের সন্দেহ সরকারের মূল পোর্টালে (portal) ঢুকে সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্ট (account) নম্বরের বদলে নিজের অ্যাকাউন্ট নম্বর দিয়ে টাকা সরাতো মনোজিৎ। একই অ্যাকাউন্টে সব টাকা জমা পড়ার সন্দেহ দূর করতে ব্যবহার করা হচ্ছিল এত অ্যাকাউন্ট। সেক্ষেত্রে পোর্টাল হ্যাক করেই এই কাণ্ড ঘটিয়েছিল মনোজিৎ ও তার সহযোগীরা, অনুমান পুলিশের।

Related articles

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...

অবাধে কাজ করছে BLO-রা, কমিশনের ব্যাখ্যার পরেও কুৎসা! জবাব তৃণমূলের

অতি দ্রুত এসআইআর প্রক্রিয়া শুরু। একাধিক সমস্যার মধ্যেও সক্রিয়ভাবে যোগদান বিএলও-দের। বাড়ি বাড়ি ফর্ম ফিলাপের (form fill up)...

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...
Exit mobile version