Monday, November 3, 2025

বারবার বিহারের পেশাদার শুটার! পুলিশকে ইন্দ্রিয় তীক্ষ্ণ করার বার্তা কুণালের

Date:

কলকাতা পুলিশের জেরায় আগেই উঠে এসেছে কলকাতা পুরসভার কাউন্সিলর (councilor) প্রথমবার নয়, আগেও দুবার ইকবাল ওরফে গুলজারের নিশানায় ছিলেন। আর বারবারই সেখানে দেখা গিয়েছে বিহার (Bihar) যোগ। কলকাতা পুলিশ তথা রাজ্য পুলিশের প্রশংসা করলেও তাঁদেরই ভুলে রাজ্যে অস্ত্রের প্রবেশ নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত মহম্মদ ইকবাল ওরফে গুলজার। গুলজারকে জেরায় উঠে আসে এবছরের জুলাই মাল থেকে পরপর তিনবার সুশান্ত খুনের ছক কষেছিল সে। তার জন্য বারবার যোগাযোগ করা হয় বিহারের পেশাদার শুটারদের সঙ্গে। কুখ্যাত দুষ্কৃতী পাপ্পু চৌধুরী গ্যাঙের (Pappu Chowdhury gang) সঙ্গে যোগাযোগ করা হয়।

জুলাই মাসে শুটার এলেও সুশান্তর রাজনৈতিক পরিচয় পাওয়ার পর তারা খুন করতে রাজি হয়নি। পুজোর পরে বিসর্জনের সময় ফের সেই গ্যাঙের সদস্যরা শহরে সুশান্তকে (Sushanta Ghosh) খুন করতে নিয়োগ পেলেও পুজোর ভিড়ের কারণে তারা ফের পিছিয়ে যায়। কলকাতা পুলিশের তদন্তে উঠে এসেছে, যে দুজনকে খুনের চেষ্টার অভিযোগে ধরা হয়েছে তাদের পুরোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে। বিহার পুলিশের খাতায় তারা অভিযুক্ত।

তবে বারবার রাজ্যের বাইরে থেকে দুষ্কৃতীরা এসে অস্ত্র নিয়ে হামলা চালানোর ঘটনায় পুলিশকে আরও তৎপর হওয়ার বার্তা কুণাল ঘোষের। তিনি বলেন, কলকাতা পুলিশ, “রাজ্য পুলিশ নিঃসন্দেহে ভালো কাজ করছে। বহু জায়গায় আগাম অস্ত্র উদ্ধার করছে। কিন্তু অন্য রাজ্য থেকে একটা বড় চক্রান্ত চলছে, অন্য রাজ্য থেকে এখানে এসে অস্ত্রের ব্যবহার চলছে। যখন পশ্চিমবঙ্গের বিরুদ্ধে এই চক্রান্ত হচ্ছে, তখন পুলিশকে ইন্দ্রিয়গুলো আরও তীব্রতর, তীক্ষ্ণতর করার দাবি সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। পুলিশের উচিত এগুলো ঠেকাতে যা যা করা দরকার করা উচিত।”

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version