Saturday, May 3, 2025

নেতাজি অন্তর্ধান রহস্য উন্মোচনে তদন্তের আর্জি খারিজ, মামলাকারীকে ‘উপদেশ’ সুপ্রিম বিচারপতির

Date:

Share post:

নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য উন্মোচনে নতুন করে তদন্তের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার এক মামলার শুনানিতে বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টে সব রোগের ওষুধ নেই। এই মর্মে মামলাকারীকে তীব্র ভর্ৎসনাও করেন বিচারপতি।

পানি মোহন্ত নামে জনৈক ব্যক্তি সম্প্রতি সুপ্রিম কোর্টে নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subash Chandra Bose) ও আজাদ হিন্দ ফৌজ (Azad Hind Fauj) সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তিনি আবেদন করেন, আজ পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর নিরুদ্দেশ নিয়ে সুস্পষ্ট কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়নি। বিমান দুর্ঘটনার পর তিনি কোথায় অন্তর্ধান হয়ে গেলেন, সেই রহস্যের উন্নতি হয়নি আজও। ফলে এই রহস্যের উদঘাটন করতে নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হোক। আজাদ হিন্দ ফৌজের জন্যই যে ভারত স্বাধীনতা পেয়েছে, অবিলম্বে সরকারকে তা ঘোষণা করার নির্দেশ দেওয়া হোক বলেও সুপ্রিম কোর্টে আর্জি জানান ওই মামলাকারী।

সোমবার এই মামলা পত্রপাঠ খারিজ করে দেন বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া ও বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সূর্যকান্ত হামলাকারীকে ভর্ৎসনা করে জানান, আপনার এই বিষয়ে উপযুক্ত জায়গায় যাওয়া উচিত। নেতাজির অন্তর্ধান রহস্যের প্রথম তদন্ত কমিটি ঠিক ছিল নাকি দ্বিতীয় ঠিক ছিল, তা সুপ্রিম কোর্ট বলতে পারে না। তার কারণ সুপ্রিম কোর্ট (Supreme Court) সব বিষয়ে বিশেষজ্ঞ নয়। আর সবথেকে বড় কথা সরকার চালানো আদালতের কাজ নয়। বিচারপতি এ বিষয়ে আরও পরামর্শ দেন, আপনি নিজে তো রাজনৈতিক নেতা। নিজের দলকে বলুন এই ইস্যুতে সরব হতে। সুপ্রিম কোর্টে সব রোগের ওষুধ নেই। এই পরামর্শ দিয়ে তিনি মামলাটি খারিজ করে দেন।

spot_img
spot_img

Related articles

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...