Tuesday, November 4, 2025

যুবকের মৃত্যুতে রহস্য বাড়ছে, বিক্ষোভ হটাতে আহত পুলিশ কর্মী, গ্রেফতার ৯

Date:

যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধুন্ধুমার কাণ্ড শাসনে। মৃত্যু ঘিরে রহস্য বাড়ছে। উত্তপ্ত এলাকা। রাতভর পথ অবরোধ, জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ, জখম পুলিশকর্মী-সহ ৯ জন। গ্রেফতার এক মহিলা সহ ৯ জন।

জানা গিয়েছে, আলামিন সাহাজি নামে এক যুবকের মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়েছে উত্তর ২৪ পরগনার শাসন থানার খড়িবাড়ি এলাকা। পরিবারের অভিযোগ, ওই যুবককে পিটিয়ে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। রাতে স্থানীয় বাসিন্দারা রাজারহাট-বারাসত সড়কের ওপর মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান। অবরোধ তুলতে গেলে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ শুরু হয়। তাতে থানার আইসি-সহ পাঁচ পুলিশকর্মী জখম হয়েছেন।

পুলিশকে মারধোরের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করে বারাসাত আদালতে তোলা হয়েছে। মৃত্যুর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক মহিলাকেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে শাসনের মহিষগাদি এলাকায় আলামিন সাহাজি নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই যুবকের সঙ্গে স্থানীয় এক মহিলার সম্পর্ক ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। সম্প্রতি সেই সম্পর্কের অবনতি হয়। তারপরই আলামিনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের লোকেদের অভিযোগ, ওই যুবককে পিটিয়ে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাঁদের দাবি, আলামিনের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অবরোধ তুলতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, আন্দোলনকারীরা আচমকা পুলিশের উপর হামলা শুরু করেন। পুলিশও পাল্টা লাঠিচার্জ করে বিক্ষোভরত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

মুখোমুখি যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি! ছত্তিশগড়ে বিরাট দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

এমন দুর্ঘটনা যেন ছিল সময়ে অপেক্ষা। ভারতীয় রেলের নজিরবিহীন গাফিলতিতে ফের বড় সড় ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে...

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...
Exit mobile version