Tuesday, November 4, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিসিসিআই-এর বিরুদ্ধে বড় অভিযোগ আনল পাকিস্তান

Date:

২০২৫-এ বসতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। পাকিস্তানে হওয়ার কথা এই টুর্নামেন্ট। তবে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে পাকিস্তান খেলতে যাবে না ভারতীয় দল। এরপর থেকে জল্পনা ছড়ায় পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এরই মাঝেই ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে অভিযোগ আনল পাকিস্তান। পাকিস্তানের অভিযোগ, প্রতিযোগিতা সরাতে অন্য দেশকে ভারত ঘুষ দিচ্ছে।

জানা যাচ্ছে, এই নিয়ে পাকিস্তানের অভিযোগ, চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের দেশ থেকে সরিয়ে নেওয়ার জন্য, ভারতীয় ক্রিকেট বোর্ড অন্য দেশের বোর্ডকে মোটা টাকার প্রস্তাব দিয়েছে। তাদের জানানো হয়েছে, আইসিসির কাছ থেকে যে আয় ভারতের হয় সেখান থেকে তাদের ভাগ দেওয়া হবে। বাড়তি আর্থিক প্রলোভনও দেখানো হয়েছে। তাছাড়া সেই সব দেশের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজের সময় ম্যাচের সংখ্যা বাড়ানোর প্রস্তাবও দিয়েছে ভারতীয় বোর্ড। বদলে সেই সব দেশকে জানানো হয়েছে, তারা যাতে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে দেওয়ার প্রস্তাবে ভারতের পাশে দাঁড়ায়। যদিও এই বিষয়ে আইসিসির কাছে সরকারি ভাবে কোনও অভিযোগ করেনি তারা।

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। এখনও পর্যন্ত আয়োজক দেশ হিসাবে রয়েছে পাকিস্তানই।

আরও পড়ুন- আজ ভারতের সামনে মালয়েশিয়া, জয়ই লক্ষ্য টিম ইন্ডিয়ার


Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version