Thursday, August 21, 2025

মহাকাশে মিশনে নভোচারীর মৃত্যু হলে অন্ত্যেষ্টি হয় কীভাবে, জ্যোতির্বিজ্ঞানীরা দিলেন ব্যাখ্যা

Date:

ধরুন মহাশূন্যে কোনও মহাকাশ অভিযানে গিয়ে মৃত্যু হল কোনও নভোচারীর। তখন কী করা হয় তাঁর দেহ নিয়ে! মহাকাশ মিশনে গিয়ে যে সমস্ত নভোচারীই ফিরে এসেছেন, তা তো নয়, অনেকেরই মৃত্যু হয়েছে। তাঁদের দেহ কি ফিরিয়ে আনা হয়েছে পৃথিবীতে? নাকি বিলীন হয়ে গিয়েছে মহাকাশে?

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, মহাকাশে দীর্ঘ মিশন চলাকালীন মহাকাশযানে কারও মৃত্যু হলে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে অভিযানকারীদেরই? নাসার দেওয়া তথ্য অনুযায়ী, মহাকাশ মিশন শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২১ জন নভোচারী। বর্তমানে মহাকাশে মানব অভিযানের সংখ্যা বাড়ানো হচ্ছে। শুধু আমেরিকা, রাশিয়া, চিন, ভারতই নয়, বহু দেশ নভোচারীরদের পাঠাচ্ছে মহাকাশে। ফলে সেই সম্ভাবনা আরও বাড়ছে। বিশেষজ্ঞরাই মনে করছেন, মহাকাশে মানব মিশনের সংখ্যা বাড়ানো হলে নভোচারীদের মৃত্যুর ঘটনা আরও বাড়বে। ভগবান না করুন, কিন্তু এমন ঘটনা যদি আবার ঘটে, তখন কী হবে! বা কী করা হয়ে থাকে? একজন নভোচারী মহাকাশ মিশনে মারা গেলে তাঁর অন্ত্যেষ্টি কি হয়, কীভাবে হয়? কেননা মহাকাশ মিশন কয়েক মাস বা বছরাবধিও চলতে পারে। তাই মিশনের মাঝে যদি কোনও নভোচারীর মৃত্যু হয় ফিরে আসা পর্যন্ত নভোচারীর শরীরকে সুরক্ষিত রাখা সম্ভব নয়। ফলে তাঁকে ফিরিয়ে আনা যায় না। নভোচারীরা অন্ত্যেষ্টির জন্য বিকল্প পথ অবলম্বন করেন।

এমনিতেই মহাকাশযানে খুব কম জায়গা থাকে। তাই মৃত মহাকাশচারীর শরীরকে বেশিক্ষণ নিরাপদ রাখা যায় না। এই অবস্থায় এয়ারলক স্যুটে ভরে দেহকে ছেড়ে দেওয়া হয় মহাশূন্যে। একজন নভোচারীর শরীর বছরের পর বছর ধরে মহাবিশ্বের অন্ধকারে ঘুরে বেড়ায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মহাকাশে ঠান্ডা আবহাওয়ায় সেই দেহে কখনও পচনও ধরে না আর দুর্গন্ধও হয় না। দেহটি আইসোমারে পরিণত হয়। আর মহাকাশ অভিযানে যদি কোনোও দুর্ঘটনা ঘটে, তার জন্য ক্যাপসুলও দেওয়া হয়, যাতে নভোচারীর দেহকে সুরক্ষিত রাখা যায়। ক্রু-রাই সিদ্ধান্ত নেন, দেহটি মহাকাশযানে তাঁরা রাখবেন, নাকি মহাকাশ নিক্ষেপিত করবেন। মহাকাশযানে জায়গা কম মনে হলে, দেহটি মহাকাশে নিক্ষেপ করা হয়। এটাই একমাত্র বিকল্প মহাকাশচারীদের কাছে।

বিজ্ঞানীরা আরও জানান, মহাশূন্যে কোনও মহাকর্ষীয় শক্তি নেই। সবকিছুই ভাসমান। যদি কোনও নভোচারীর দেহ আকাশে ফেলে রাখা হয়, তাহলে সে বছরের পর বছর ধরে মহাকাশে ভাসমান অবস্থায় থাকবে। এবং সেই দেহ নিরাপদে থাকবে।

আরও পড়ুন- অ্যাক্রোপলিস মলে ফের আগুন, নিয়ন্ত্রণে আসতেই শপিং মল খুলে দেওয়া হল

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version