Wednesday, August 27, 2025

কৃত্রিম বৃষ্টিই প্রয়োজন, কেন্দ্রের কাছে অনুমতি চাইল দিল্লির সরকার

Date:

দূষণের গোলকধাঁধায় জেরবার রাজধানী দিল্লি (Delhi)। আদালতের কড়া কড়া বার্তা, দিল্লির সরকারের পাশাপাশি কেন্দ্রের তৎপরতার চেষ্টা সত্ত্বেও নিয়ন্ত্রণের বাইরে দূষণ। এবার কৃত্রিম বৃষ্টিপাতের (artificial rain) পরিকল্পনা করে অনুমতির জন্য কেন্দ্রকে চিঠি দিল দিল্লির আপ সরকার (AAP Government)। সেই সঙ্গে কেন্দ্রের পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে (Bhupendra Yadav) জরুরি ভিত্তিতে বৈঠক ডাকারও আবেদন জানালেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই (Gopal Rai)।

দিল্লিতে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দূষণ কমাতে অ্যান্টি-স্মগ মিস্ট (anti-smog msit) ব্যবহার করা হয়েছে। লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা (LG V K Saxena) ইতিমধ্যেই জানিয়েছেন সেই পদ্ধতি যথেষ্ট কার্যকর ভূমিকা নিয়েছে সেই সব এলাকায়। সেই পদ্ধতি আরও বিভিন্ন জায়গায় ব্যবহার করারও বার্তা দিয়েছিল দিল্লির সরকার। কিন্তু খুব দ্রুত খারাপ হচ্ছে দিল্লির বায়ুদূষণের পরিস্থিতি। ফলে এই মুহূর্তে কৃত্রিম বৃষ্টি এই মুহূর্তের সবথেকে বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে বলে দাবি দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাইয়ের (Gopal Rai)। তিনি আরও দাবি করেন, সেপ্টেম্বর থেকে কেন্দ্রের সরকারকে দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপের বার্তা দিয়েছিল দিল্লির সরকার। সেই সময় থেকে তাঁরা নীরব থেকেছেন। কিন্তু এখন আর চুপ করে থাকার সময় নেই।

অ্যান্টি-স্মগ মিস্ট (anti-smog mist) প্রয়োগে সাফল্য পেয়ে এবার কৃত্রিম বৃষ্টির পথে দিল্লির প্রশাসন। কৃত্রিম মেঘ (cloud seeding) তৈরি করে এই কৃত্রিম বৃষ্টি আনা সম্ভব বলে জানানো হয়েছে দিল্লির তরফে। এর ফলে দূষিত বায়ু ধুয়ে গিয়ে পরিবেশ শুদ্ধ হবে। তাতে বায়ু দূষণের মাত্রাও কমবে বলে দাবি পরিবেশ মন্ত্রকের। মরুশহর দুবাইতে গত এক দশক ধরে কৃত্রিম মেঘ তৈরি করে এভাবেই কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করা হয়েছে। যদিও সেখানে এত দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়া চালানোর কারণে বন্যাও হয়েছে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version