এই রাজ্যে মুর্শিদাবাদে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় হঠাৎই সড়ক রাজ্যপাল সি বি আনন্দ বোস (C V Ananda Bose)। যে ঘটনা নিয়ে ইতিমধ্যে গ্রেফতারি তদন্তের প্রক্রিয়া চলছে সেই ঘটনায় সরব রাজ্যপালকে মনিপুরের (Manipur) ঘটনা স্মরণ করিয়ে পদক্ষেপের দাবি তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কার্তিকপুজোর দিন দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা এলাকা। পুলিশ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে যার ফলে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। সেই ঘটনার তিন-চার পরে হঠাৎই সরব রাজ্যপাল (Governor) সি ভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রীকে দ্রুত পদক্ষেপের দাবি জানান।

রাজ্যপালের এই পদক্ষেপের পরেই ক্ষোভ প্রকাশ রাজ্যের শাসকদলের। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবী, “রাজ্যপালকে (Governor) একবার মনিপুর (Manipur) ঘুরে আসতে বলুন। তাঁর বিরুদ্ধে যাঁরা অভিযোগ করেছিলেন তাঁদের মুখোমুখি বসতে বলুন। ন্যায় বিচার পাওয়া যাবে।”
