Sunday, November 2, 2025

কুকুরের মুখে অপরিণত ভ্রূণ! সোনামুখী হাসপাতালে প্রসূতির পরিবারের অভিযোগ নস্যাৎ ডেপুটি CMOH-এর

Date:

কুকুরের মুখে অপরিণত ভ্রূণ। চাঞ্চল্য বাঁকুড়ার (Bankura) সোনামুখী গ্রামীণ হাসপাতালে। যদিও অভিযোগে উড়িয়ে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার ডেপুটি CMOH মীনাক্ষী মাইতির দাবি পরিবারের দেওয়া ছবি ভুয়ো।

পেটের যন্ত্রণা নিয়ে সোনামুখী ব্লকের কোচডিহি গ্রামের প্রিয়া রায় নামের এক প্রসূতি সোমবার রাতে হাসপাতালে ভর্তি হন। পরিবারের দাবি, কর্তব্যরত চিকিৎসক তার ইউরিন টেস্টের কথা বলায়, ওই প্রসূতি শৌচালয়ে যান। সেখানেই তিনি অপরিণত ভ্রূণের জন্ম দেন। কর্তব্যরত নার্সরা মহিলাকে প্রসূতি বিভাগে নিয়ে গেলেও সদ্যোজাত সেখানেই পড়ে থাকে বলে অভিযোগে প্রিয়ার পরিবারের। কিছুক্ষণ পরে ওই অপরিণত ভ্রূণটিকে প্রসূতির আত্মীয়রা দেখতে গেলে সেটি মেলেনি- অভিযোগ পরিবারের। এর পরেই বিস্ফোরক অভিযোগ করেন ওই প্রসূতির পরিবার। বলেন, একটি কুকুরকে ওই অপরিণত ভ্রূণকে মুখে নিয়ে ছুটে বেরতে দেখেন তাঁরা। কুকুরকে তাড়া করেও সেটা আটকানো যায়নি। ওই প্রসূতিকে চিকিৎসার কারণে বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়নি।

ঘটনায় সোনামুখী গ্রামীণ হাসপাতালে সরেজমিনে তদন্ত করে বিষ্ণুপুর জেলা স্বাস্থ্য দফতরের একটি প্রতিনিধি দল। দুজন ডেপুটি CMOH সোনামুখী গ্রামীণ হাসপাতালে গিয়ে হাসপাতাল (Hospital) কর্তৃপক্ষের সঙ্গে একঘণ্টা কথা বলেন। তথ্য সংগ্রহ করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার ডেপুটি CMOH মীনাক্ষি মাইতি জানান “ওই মহিলার এক মাস দশ দিনের প্রেগনেন্সি ছিল। পরিবার যা অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।“ পরিবারের দেওয়া ছবিটি ভুয়ো বলে অভিযোগ করেন তিনি।

যদিও প্রসূতি প্রিয়ার দাবি, তিনি পাঁচ মাসের অন্ত:সত্ত্বা ছিলেন। কিন্তু স্থানীয় আশা কর্মীর ভুলের কারণেই হাসপাতালে ভুল তথ্য গিয়েছে। প্রসূতির আত্মীয় মোহন রায় নিজে ছবি তুলেছেন বলে দাবি করেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।








Related articles

চড়ছে প্রত্যাশার পারদ, আজ বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের সামনে ভারতীয় মহিলা ক্রিকেট দল 

সেমিফাইনালে অসাধ্য সাধন, ফাইনালে একটাই স্লোগান "bring it home"! ১৪০ কোটির দেশ আজ তাকিয়ে আছে ভারতীয় মেয়েদের (Indian...

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...
Exit mobile version