Wednesday, August 27, 2025

দ্রুত শেষ হোক আরজি কর কাণ্ডের বিচারপ্রক্রিয়া! হাইকোর্টে স্মারকলিপি জমা জুনিয়র ডাক্তারদের

Date:

শিয়ালদহ আদালতে আরজি কর-কাণ্ডে দ্রুত বিচারপ্রক্রিয়া শেষ হোক। কড়া শাস্তি পাক ধর্ষণ-খুন কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রাই। এই দাবি জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে স্মারকলিপি জমা দিল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। সোমবার একই দাবিতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরেও স্মারকলিপি জমা দিয়েছে এই সংগঠন। আবার আরজি কর-কাণ্ডে বিচারহীনতার একশো দিনে রবিবার রাতে শহরের রাস্তায় বিরাট প্রতিবাদ সমাবেশ করে জুনিয়র ডক্টরস ফ্রন্টও। এদিকে, বিভিন্ন মেডিক্যাল কলেজে হুমকি-সংস্কৃতির অভিযোগে ডাক্তারি পড়ুয়াদের সাসপেন্ড করা নিয়ে জেডিএফ-এর করা মামলা মঙ্গলবার শুনানির জন্য এজলাসে ওঠে। ২২ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

মঙ্গলবার আদালতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের এক সদস্য জানিয়েছেন, আজকে আরজি করের প্রাক্তন ছাত্র সংগঠনের কিছু মুখ এখানে এসেছিল। আরজি করের প্রাক্তন ছাত্র সংগঠনের ভাইস প্রেসিডেন্ট নীলাঞ্জন ঘোষ অভয়া-ফান্ডকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে মামলা করেছে। এই নীলাঞ্জন ঘোষ এনকোয়ারি কমিটিতে থেকেও যেকোনও অভিযোগের ক্ষেত্রে ছাত্রদের অপমান করে বিনা তদন্তেই তাঁদের দোষী ঘোষণা করেন। জেডিএফ-এর তরফে আরও জানানো হয়েছে, আমরা দেখেছি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বারবার বদলি সত্ত্বেও কিভাবে আরজি করে ফিরে এসেছিলেন। এই নীলাঞ্জন ঘোষের ২ বার বদলি হয়েছিল অন্য মেডিক্যাল কলেজে। কিন্তু তিনিও একইভাবে বারবার আরজি করে ফিরে এসেছেন ছাত্র-ছাত্রীদের উত্যক্ত করার জন্য।

আরও পড়ুন- নভেম্বরেই শুরু প্রশিক্ষণ, হলিস্টিক রিপোর্ট কার্ড চাইল স্কুল শিক্ষা দফতর

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version