Saturday, November 8, 2025

আত্মীয়কে হারালাম, ভরত দেববর্মার মৃত্যুতে এক্স হ্যান্ডেলে শোকবার্তা মমতার

Date:

হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন সাংসদ অভিনেত্রী মুনমুন সেনের (MoonMoon Sen) স্বামী ভরত দেববর্মা (Bharat Debvarma)। মুনমুন এবং রাইমা এই মুহূর্তে দিল্লিতে আছেন। সকালে খবর পাওয়া মাত্রই মুনমুনের বালিগঞ্জের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ফিল্মস্টার মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মার মৃত্যুতে আমি শোকাহত। তিনি আমার একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন। আমাকে তাদের পরিবারের একজন করে নিয়েছিলেন। তাই ভরতদার মৃত্যু এক বিরাট ক্ষতি।’


সকালে অভিনেত্রীর বাড়িতে গিয়ে রিয়া এবং পরিবারে লোকজনদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি সাংবাদিকদের জানান, “মুনমুন এখানে নেই। দিল্লিতে আছেন। রাইমাও সেখানেই আছেন। এখানে রিয়া আছেন। বন্ধু, আত্মীয়স্বজনরাও আছেন। মুনমুন ইন্ডিগোর ফ্লাইটে আসবেন। ও এখানে এলে ওকে গ্রিন করিডর করে নিয়ে আসা হবে। মুনমুনের সঙ্গে আমার কথা হয়েছে। ও জানত না। ভরতদা খুব ভালো মানুষ ছিলেন। খুব অমায়িক লোক ছিলেন। এটা খুব বড় ক্ষতি। এমন কিছু বয়সও হয়নি তাঁর। আচমকাই মারা গিয়েছেন। ওঁরা বলছে স্ট্রোক হয়ে মারা গিয়েছেন। একজন শুভাকাঙ্ক্ষীকে এবং আমার এক আত্মীয়কে হারালাম। মুনমুন- রাইমা ফিরে আসুক ভালভাবে। আমি এখানে লোকাল কাউন্সিলার রাম এবং বাবু বক্সিকে রেখে গেলাম এখানে। দেবাশিস কুমার, মালা রায় সবাইকেই আমি খবর দিয়েছি। পুলিশকেও আমি বলে রেখেছি। বাকি সব ব্যবস্থাই করে রাখা আছে। যদি সুযোগ হয় ও আসলে ওঁর সঙ্গে আমি একবার ফোনে কথা বলে নেব।” এর পাশাপাশি মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিচারণা করতেও শোনা যায় বাংলার মুখ্যমন্ত্রীকে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version