কলকাতার বাজারে হানা দিল টাস্ক ফোর্স। সবজি, আনাজপাতি, মাছ, মাংস – বাজারের জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। কোনওভাবেই এই দাম কমছিল না। বরং নিত্যদিন দাম বেড়ে চলেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার দাম কমাতে কলকাতার বাজারে টাস্ক ফোর্স সদস্যরা৷মঙ্গলবার সকালে মানিকতলা বাজার ঘুরে দেখলেন রাজ্য সরকারের টাস্ক ফোর্স ও রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।এদিন বাজারে গিয়ে ঘুরে দেখার পাশাপাশি ক্রেতাদের সঙ্গেও কথা বলেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সে কথা মনে করিয়ে দেওয়া হয় বিক্রেতাদের।
এটা প্রত্যেক বছরের চিত্র।উৎসবের মরসুম শেষ হলেও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় জিনিসপত্রের দাম।যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই দাম বাড়া নিয়ে উদ্বিগ্ন। দাম নাগালে রাখতে সে কারণেই এদিন সকালে মানিকতলা বাজারে হানা দেয় টাস্ক ফোর্স ও রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। যে জিনিসের দাম বেশি, সে বিষয়ে রীতিমতো সতর্ক করা হয় বিক্রেতাদের। কেন দাম বেশি, সে কথাও জানার চেষ্টা করেন তারা।