Tuesday, November 4, 2025

সেনার অতিসক্রিয়তা! সময় বেধে কেন্দ্রকে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কদের

Date:

মনিপুরে বাড়তে থাকা সন্ত্রাসের ঘটনায় এবার মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের (N Biren Singh) সংসারে ভাঙনের আওয়াজ স্পষ্ট। মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে বিজেপি ও এনডিএ (NDA) বিধায়করা স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রের সরকার দ্রুত ব্যবস্থা না নিলে তারাই জনগণের সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ পথ নির্ণয় করবেন। সেই সঙ্গে সাম্প্রতিক অস্থিরতার জন্য কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তাকেই দায়ী করলেন তাঁরা।

একবার মেইতি (Meitei) জনজাতির হামলা, তার পাল্টা কুকি (Kuki) জনজাতির হামলা। এর মধ্যে কেন্দ্রীয় বাহিনীর হাতে ১০ কুকি জনজাতির যুবকের মৃত্যু গোটা ঘটনায় আগুনে ঘি ঢেলেছে, সোমবারের মুখ্যমন্ত্রী বৈঠকে দাবি বৈঠকে উপস্থিত ২৭ বিধায়কের। এর ফলেই কুকিরা মেইতি জনজাতির তিন মহিলা ও তিন শিশুকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করে, দাবি বিধায়কদের। সোমবারের বৈঠকে দাবি করা হয় কুকি জনজাতিকে ‘বেআইনি সংগঠন’ (unlawful organisation) সাতদিনের মধ্যে ঘোষণা করার। তবে আশ্চর্যজনকভাবে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে এনডিএ জোটের ১১ বিধায়ক কোনও কারণ না দেখিয়েই অনুপস্থিত ছিলেন, যাঁদের মধ্যে একজন রাজ্যের মন্ত্রীও ছিলেন। পাঁচজন যোগ দেননি অসুস্থতার কারণে।

বৈঠকে নীতি প্রণয়ন, আফস্পা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা নিয়ে আলোচনা হয়। সেক্ষেত্রে ফের কেন্দ্রকে এই আফস্পা (AFSPA) প্রয়োগ নিয়ে বিবেচনার দাবি জানান তাঁরা। কার্যত ইম্ফল উপত্যকায় বিজেপি বিধায়করা আক্রান্ত হওয়ার পর বেশি সক্রিয় হচ্ছেন এনডিএ (NDA) বিধায়করা। সোমবারও এক বিজেপি বিধায়কের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এমনকি দেখা যায় রাজ্যের বিধায়ক, মন্ত্রীরা নিজেদের বাড়িতেই বাঙ্কার তৈরি করে অস্ত্র মজুত করছেন। মুখ্যমন্ত্রীর বৈঠকে এনডিএ (NDA) বিধায়করা কেন্দ্রকে সাতদিন সময় বেঁধে দিয়ে তাঁদের দাবি মানার কথা জানায়। মানা না হলে এনডিএ (NDA) বিধায়করা সাধারণ মানুষের সঙ্গে যুক্ত হয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়ে দেন।

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...
Exit mobile version