Friday, January 30, 2026

সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র, পার্থর নিশানায় অর্জুন

Date:

Share post:

ভাটপাড়ার বিধায়ক সোমনাথ শ্যামকে খুন করতে চাইছে অর্জুন সিং। মঙ্গলবার অর্জুনের বিরুদ্ধে এই বিস্ফোরক মন্তব্য করেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। সম্প্রতি উত্তর বারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু হয়।এদিন ইছাপুর আনন্দমঠ এলাকায় তার বাড়িতে যান পার্থ ভৌমিক। তিনি অভিযোগ করেন, সোমনাথ শ্যামকে খুন করার জন্য সুপারি কিলারদের গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ করেছে। বিহার থেকে যোগাযোগ করে ওই দল আনা হচ্ছে। আমি সোমনাথ শ্যামকে ১৬৪ ও থানায় অভিযোগ করতে বলেছি। তার আরও বক্তব্য, রাজনৈতিক লড়াইয়ে অর্জুন আসলে সোমনাথের কাছে হেরে গিয়েছেন। তাই, বদলা নিতে তিনি তাকে খুনের চেষ্টা করছেন। সোমনাথ শ্যামের যদি কিছু হয় তার জন্য অর্জুন সিং দায়ী থাকবে। তিনি আরও জানান, গোটা বিষয়টি তিনি নিজে বারাকপুর পুলিশ কমিশনারকে জানিয়েছেন।পাশাপাশি এদিন তিনি উত্তর বারাকপুরের উপপুরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যুর তদন্তেরও আশ্বাস দেন।

উল্লেখ্য, গত শনিবার বাড়ির মধ্যে থেকে উত্তর ব্যারাকপুর পুরসভার উপপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ প্রয়াত তৃণমূল নেতার পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে। তাতে তিনি দু’জনের বিরুদ্ধে চাপ দিয়ে টাকা নেওয়ার কথা লিখে গিয়েছেন। মঙ্গলবার সাংসদের সঙ্গে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম তার সঙ্গে ছিলেন। প্রয়াত সত্যজিৎবাবুর পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে বেরোনোর সময় তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন।

জগদ্দলের বিধায়ক সোমনাথ বলেন, ‘বারাকপুরে অর্জুন সিং ছাড়া আমার কোনও শত্রু নেই। আমি অর্জুনের সমস্ত অপরাধ প্রকাশ্যে এনেছি। প্রমাণ করে দিয়েছি, তার মদতে বারাকপুরে বহু খুন হয়েছে। তাই, আমাকে তিনি পথের কাঁটা মনে করছেন। আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাতে অবশ্য আমি ভয় পাচ্ছি না। আমি পুলিশের কাছে কোনও নিরাপত্তার দাবি করিনি।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

spot_img

Related articles

হিরের দ্যুতিতে সাজবে শহর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হল ‘গ্লিটারিয়া’ উৎসব

সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে হিরের গয়নাকে পৌঁছে দিতে ফের হাজির হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ৩০ জানুয়ারি থেকে...

জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন মমতাই! ফুলিয়ার জনসভা থেকে চ্যালেঞ্জ কুণালের

মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর দীর্ঘ মেয়াদের রেকর্ড শুধু ভাঙবেনই না, মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নজির গড়বেন যা দেশের...

কৃত্তিবাসী রামায়ণ এখনও কেন ফ্রান্সে? ফেরাতে উদ্যোগী কুণাল

কৃত্তিবাসী রামায়ণের আদি পাণ্ডুলিপি এ দেশে নেই, রয়েছে সুদূর ফ্রান্সের এক জাদুঘরে। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ায় গিয়ে এমনই এক...

পাইপলাইনে জরুরি মেরামতি! শনিবার দক্ষিণ কলকাতার বড় অংশে বন্ধ থাকবে জল সরবরাহ

পাইপলাইনে বড়সড় মেরামতি ও ভালভ পরিবর্তনের কাজের জন্য আগামী শনিবার দক্ষিণ কলকাতার এক বিস্তীর্ণ অংশে পরিশ্রুত পানীয় জল...