Saturday, November 1, 2025

দাম নিয়ন্ত্রণে মানিকতলা বাজারে টাস্ক ফোর্স এবং রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

Date:

Share post:

কলকাতার বাজারে হানা দিল টাস্ক ফোর্স। সবজি, আনাজপাতি, মাছ, মাংস – বাজারের জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। কোনওভাবেই এই দাম কমছিল না। বরং নিত্যদিন দাম বেড়ে চলেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার দাম কমাতে কলকাতার বাজারে টাস্ক ফোর্স সদস্যরা৷মঙ্গলবার সকালে মানিকতলা বাজার ঘুরে দেখলেন রাজ্য সরকারের টাস্ক ফোর্স ও রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।এদিন বাজারে গিয়ে ঘুরে দেখার পাশাপাশি ক্রেতাদের সঙ্গেও কথা বলেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সে কথা মনে করিয়ে দেওয়া হয় বিক্রেতাদের।

এটা প্রত্যেক বছরের চিত্র।উৎসবের মরসুম শেষ হলেও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় জিনিসপত্রের দাম।যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই দাম বাড়া নিয়ে উদ্বিগ্ন। দাম নাগালে রাখতে সে কারণেই এদিন সকালে মানিকতলা বাজারে হানা দেয় টাস্ক ফোর্স ও রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। যে জিনিসের দাম বেশি, সে বিষয়ে রীতিমতো সতর্ক করা হয় বিক্রেতাদের। কেন দাম বেশি, সে কথাও জানার চেষ্টা করেন তারা। বিক্রেতারা জানান, জোগান কম থাকায় দাম একটু বেশি। কিন্তু তাদেরও যে বেশি দামে জিনিস কিনতে হচ্ছে সে কথাও জানান তারা। এক শ্রেণির ফোড়ে মাঝখান দিয়ে টাকা কামাচ্ছে বলে অভিযোগ করেন তারা।টাস্ক ফোর্সের সদস্যরা দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেন।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

spot_img

Related articles

সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ড, গুরুতর আহত কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর 

বাড়িতে গ্যাস সিলিন্ডার লাগাতে গিয়ে দুর্ঘটনা, আগুনে পুড়ে গুরুতর আহত কলকাতা পুলিশের (Kolkata Police) অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সঞ্জয় কুণ্ডুর...

উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টি, দক্ষিণে শুকনো আবহাওয়া শনিতে!

ঘূর্ণিঝড়ের প্রভাব কেটেছে অনেকটাই। শুক্রবার এরপর শনিবার সকাল থেকেও দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির (Rain) দেখা মেলেনি। রবিবার থেকে...

ভাড়া বাড়িতে শাহরুখ, জন্মদিনে মন্নতের বারান্দায় দেখা দেবেন না ‘বাজিগর’!

নভেম্বর মাস পড়া মানেই দ্বিতীয় দিনের অপেক্ষায় শাহরুখ (Shahrukh Khan) অনুরাগীরা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউড অভিনেতার জন্মদিন যেন কিং...

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...