Monday, August 25, 2025

শীতের প্রথম স্পেলে দক্ষিণবঙ্গ জুড়ে পারদ পতন। মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature) এবার আঠারোর ঘরে। বাঁকুড়ায় তাপমাত্রা ১৬, পুরুলিয়াতে ১২ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে রাতের তাপমাত্রা। দক্ষিণবঙ্গ জুড়ে ভরপুর শীতের আমেজ। রাজ্যের ৭ জেলায় কুয়াশা জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। গোটা সপ্তাহ জুড়েই শীতের স্পেল বজায় থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। যদিও এদিন সকালে পরিষ্কার আকাশেই কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়েছেন পর্যটকরা। দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়তে রোদের দেখা মিললেও তাতে গরম অনুভুতি একেবারেই নেই। সন্ধ্যের পর থেকে উত্তরের হাওয়ায় রীতিমতো শিহরণ জাগছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। আগামী ৪/৫ দিন এরকমই তাপমাত্রা থাকবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

এক নজরে জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা (সেলসিয়াস)-

  • পুরুলিয়া ১২ ডিগ্রি
  • শ্রীনিকেতন ১৩ ডিগ্রি
  • ঝাড়গ্রাম ১৪ ডিগ্রি
  • বর্ধমান ১৫ ডিগ্রি
  • বাঁকুড়া ১৬ ডিগ্রি
  • কলকাতা ১৮ ডিগ্রি

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version