ইতিহাস তৈরি করে মধ্যরাতে মহাকাশে ভারতীয় স্যাটেলাইট! 

মার্কিন মাটি থেকে এলন মাস্কের স্পেস এক্সের (Space X) সাহায্যে ISRO এর জিস্যাট ২০ (GSAT 20 Satellite successful Launch) উড়ে গেল আকাশে। অপেক্ষার অবসানে উৎক্ষেপণ সফল হওয়ায় খুশি বিজ্ঞানীরা। ইসরো (ISRO) জানিয়েছে, ভারতের ইন্টারনেট পরিষেবাকে আরও উন্নত করতে সাহায্য করবে কৃত্রিম এই উপগ্রহ। প্রত্যাশা মতোই নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে গেছে এই স্যাটেলাইট।

ভারতের এই কৃত্রিম উপগ্রহের ওজন প্রায় ৪ হাজার ৭০০ কেজি যা ইসরোর রকেটের পক্ষে বহন করা সম্ভব ছিল না। তাই ফ্লোরিডার (Florida) কেপ ক্যানাভেরাল থেকে মাস্কের সংস্থার ‘ফ্যালকন ৯’ রকেটের সাহায্যে এটি মহাকাশে পাড়ি দিয়েছে। ‘জিস্যাট২০’ একটি সম্পূর্ণ বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহ যা দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ব্রন্ডব্যান্ড ইন্টারনেট পরিষেবা এবং মাঝ আকাশে বিমানযাত্রীদের ইন্টারনেটের সুবিধা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ (S Somnath) জানিয়েছেন, কৃত্রিম উপগ্রহটি আগামী ১৪ বছর সচল থাকবে। এই উৎক্ষেপণ ভারতের মহাকাশ গবেষণার জন্য বড় সাফল্য বলে মনে করছেন বিজ্ঞানীরা।