Thursday, November 6, 2025

আজ শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাসে মুখ্যমন্ত্রী, থাকবেন সৌরভও 

Date:

পশ্চিমবঙ্গ সরকারের (Govt of WB) উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ৮০০ মেগাওয়াট করে দু’টি পাওয়ার প্ল্যান্ট (Jindal Power Project) নির্মিত হবে। এই প্রকল্পে প্রায় ১৬ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করছে জিন্দল গোষ্ঠী। আজ দুপুরে এই প্রকল্পের শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি কর্মসংস্থানের কথা মাথায় রেখে একাধিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে জিন্দল গোষ্ঠীর। আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর (CM) সঙ্গে থাকবেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। থাকছেন জিন্দল গোষ্ঠীর শীর্ষকর্তারাও।

মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন যে এই পাওয়ার প্লান্ট উদ্বোধনের মাধ্যমে একদিকে যেমন বিদ্যুতের চাহিদা পূরণের যথাযথ ব্যবস্থা হবে তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন শালবনি এবং পার্শ্ববর্তী প্রায় ৩০টি গ্রামের মানুষ। আপাতত দুটি ইউনিটের শিলান্যাস হবে। পরে রিভিউ মিটিং করে চাহিদা খতিয়ে দেখে বিদ্যুৎ প্রকল্পের ক্ষমতা বৃদ্ধি করা হবে। এই তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস শুধু একটি প্রশাসনিক ঘটনা নয়, বরং বহু বছরের প্রতীক্ষিত উন্নয়নের সূচনা বলেই দাবি নবান্নের (Nabanna) শীর্ষ আধিকারিকদের। এদিন সকাল সকাল শালবনির উদ্দেশ্যে রওনা দেবেন মমতা। দুপুরে পৌঁছবেন সৌরভ। শিলান্যাস অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী শালবনি থেকে যাবেন মেদিনীপুরে। রাতে সার্কিট হাউসে থাকার পর আগামিকাল অর্থাৎ ২২ এপ্রিল (মঙ্গলবার) তিনি মেদিনীপুর কলেজ মাঠে সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন, যেখানে গোয়ালতোড়ের একটি সোলার পাওয়ার প্ল্যান্ট-সহ একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন করবেন।বাংলা এখন শিল্পের গন্তব্য৷ দেশি–বিদেশি শিল্পপতিরা এখন বাংলাতে বিপুল পরিমাণ বিনিয়োগে আগ্রহী৷ বাম আমলের বন্ধ্যা দশা কাটিয়ে মুখ্যমন্ত্রী বাংলাকে এগিয়ে দিচ্ছেন নতুন দিশায়৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পশ্চিম মেদিনীপুর সফর সবদিক দিয়েই যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

 

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version