Wednesday, August 20, 2025

নিয়োগ মামলায় অভিযুক্ত কুন্তলকে শর্তসাপেক্ষে জামিন হাইকোর্টের, জেলমুক্তি এখনই নয়

Date:

প্রাথমিক নিয়োগ মামলায় টাকা নিয়ে চাকরি বিক্রি করার অভিযোগে দু’বছর আগে ইডির (ED )হাতে গ্রেফতার হন কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। ২০২৩ সালের ২১ জানুয়ারি প্রায় ২৪ ঘণ্টা ধরে তল্লাশি অভিযানের পর তাঁর বয়ানে অসংগতি থাকায় গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। বুধবার শর্তসাপেক্ষে জামিন পেলেন কুন্তল। যদিও এখনই জেলমুক্তি হচ্ছে না হুগলির নেতার।

প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) ‘ঘনিষ্ঠ’ তথা নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডল (Tapas Mondal) এই কুন্তল ঘোষের বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ করেছিলেন। প্রায় ১৯ কোটি টাকার দুর্নীতির তথ্য প্রমাণ ED-কে তিনি দিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। কুন্তল গ্রেফতার হওয়ার পর থেকেই জামিনের জন্য বহুবার আবেদন করেছেন। এমনকি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু শীর্ষ আদালত হাইকোর্টে এই কেস ফিরিয়ে দেয়। বুধবার সেই মামলার শুনানিতে শর্তসাপেক্ষে জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারপতি শুভ্রা ঘোষ (Shubhra Ghosh)। তিনি স্পষ্ট বলেন কেন্দ্রীয় এজেন্সি যে তথ্য প্রমাণ তুলে ধরেছে তা মোটেই সন্তোষজনক নয়। এরপরই ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে কুন্তলকে।

কোন কোন শর্তে ইডি মামলায় জামিন পেলেন কুন্তল?

• অভিযুক্তকে পাসপোর্ট জমা রাখতে হবে

• নিম্ন আদালতে শুনানির সময় তাঁর হাজিরা বাধ্যতামূলক

• তদন্তকারী অফিসাররা সবসময় যোগাযোগ করতে পারবেন এরকম একটি মোবাইল নম্বর জমা দিতে হবে এবং চাইলেও তা পরিবর্তন করা যাবে না

• এই মামলার কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না

মহারাষ্ট্রে ভোটগ্রহণ শুরু, ঝাড়খণ্ডে শেষ দফার টক্কর ‘ইন্ডিয়া’ বনাম ‘এনডিএ’-র!

যদিও সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন মঞ্জুর না হওয়ায় এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না কুন্তল।

Related articles

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...
Exit mobile version