বিশ্ব কেটলবল চ্যাম্পিয়নশিপ ২০২৪ -এ স্বর্ণপদক জয় করলেন শিবানী আগরওয়াল । ১৫ থেকে ১৭ নভেম্বর বেলজিয়ামে অনুষ্ঠিত হয় এই ষষ্ঠতম বিশ্ব কেটলবল চ্যাম্পিয়নশিপ । বুধবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ১৫০ জনেরও বেশি অ্যাথলিট এই চ্যাম্পিয়নশিপে অংশ নেন। তাদের মধ্যে রীতিমতো লড়াই করে এই চ্যাম্পিয়নশিপ ছিনিয়ে আনতে পেরে আমি গর্বিত।

এদের মধ্যে একমাত্র ভারতীয় অ্যাথলিট হিসেবে সেই চ্যাম্পিয়নশিপে যোগ দিয়েছিলেন শিবানী আগরওয়াল। তারি সাফল্যে তাকে স্বাগত জানান বেলজিয়ামের ভারতীয় দূতাবাসের আধিকারিকরা।পেশায় চ্যাটার অ্যাকাউন্টেন্ট শিবানীর একটি নয় বছরের সন্তানও আছে। তিনি কিন্তু কেটেলবল অ্যাথলিটে নিজেকে নিয়োজিত রেখেছেন। কেটেলবল অ্যাথলিটে তার এই অবদান, আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে বলেই মনে করেন ওয়াকিবহাল মহল।
