কিডস টেকওভার: বিশ্ব শিশু দিবসে ইউনিসেফের উদ্যোগে বিশেষ কর্মসূচি রাজ্যে

বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে শিশুদের অধিকার রক্ষার বার্তা দিতে একাধিক পদক্ষেপ নিয়েছে ইউনিসেফ। এর অঙ্গ হিসাবে ইউনিসেফের তরফ থেকে ‘কিডস টেকওভার’ কর্মসূচি শুরু করা হয়েছে। এক বিশেষ ভাবে সক্ষম স্কুলছাত্রীকে আজ ইউনিসেফের পশ্চিমবঙ্গ শাখার প্রতীকী প্রধানের পদে বসানো হয়। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর ২ ব্লকের বিদ্যানগর গার্লস হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী রিয়া সর্দার এই দায়িত্ব পালন করবেন। ইউনিসেফের পশ্চিমবঙ্গ শাখার প্রধানের পদ গ্রহনের পর রিয়া সিদ্ধান্ত নেন যে, ইউনিসেফের কর্মকর্তারা বছরে একবার শিশুদের সঙ্গে বৈঠক করবেন। শুধু তাই নয়, তাঁদের মতামত শিশু উন্নয়ন কর্মসূচি পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হবে। ইউনিসেফের চিফ ড. মঞ্জুর হোসেনের কম্পিউটার থেকে একটি ইমেল পাঠান রিয়া। এর ফলে তার সিদ্ধান্ত সকল কর্মকর্তার কাছে পৌঁছে যায়।

এদিকে ইউনিসেফের উদ্যোগে রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজার সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা ৷ সেখানে তারা মন্ত্রীর সামনেই নানা বিষয়ে সরব হয় এবং নিজেদের দাবিদাওয়া পেশ করে ৷ সেখানে রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন৷

আরও পড়ুন- অভিষেকের সঙ্গে বৈঠক কাউন্সিলর সুশান্তর, গেলেন পুরসভাতেও