Monday, November 10, 2025

দৃষ্টিহীনদের টি–টোয়েন্টি বিশ্বকাপেও যাওয়ার অনুমতি মিলল না, হতাশ ক্রিকেটাররা

Date:

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে রোহিত–কোহলি–বুমরাদের পাকিস্তানে পাঠানো হবে না, তা দিন কয়েক আগেই জানিয়ে দিয়েছে নরেন্দ্র মোদির সরকার। এরপর ভারত কাবাডি দলের পাকিস্তান সফরও আটকে দেওয়া হয়েছে। মঙ্গলবার এসেছে আরও আরেকটি খবর। দৃষ্টিহীনদের টি–টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক পাকিস্তান হওয়ায় টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ভারত।

জাতীয় ক্রিকেট দল ও কাবাডি দলকে পাকিস্তানে যেতে না দেওয়ার ক্ষেত্রে ভারত সরকার যে কারণ সামনে এনেছে, দৃষ্টিহীন ক্রিকেট দলের ক্ষেত্রেও সেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ। ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানে হতে চলেছে দৃষ্টিহীনদের টি–টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশ নিতে বুধবার পাঞ্জাবের আটারি–ওয়াগা সীমান্ত দিয়ে পাকিস্তানে যাওয়ার কথা ছিল ভারতের দৃষ্টিহীন ক্রিকেটারদের। কিন্তু সরকার অনুমতি না দেওয়ায় খেলা হচ্ছে না তাদের। বিশ্বকাপে খেলতে না পারাকে হৃদয়‌ বিদারক মনে হচ্ছে ভারত দৃষ্টিহীন ক্রিকেট দলের অধিনায়ক দুর্গা রাও টোম্পাকির।তিনি বলেছেন, আমরা আবেগ দিয়ে খেলি এবং বিশাল গর্ব নিয়ে দেশের প্রতিনিধিত্ব করি।আমরা সব সময় বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করতে মুখিয়ে থাকি। এই সুযোগ হাতছাড়া হওয়া হৃদয় বিদারক। যা–ই হোক, সামনে আরেকটি বিশ্বকাপ আছে। তাই আমরা অনুশীলন ও প্রস্তুতি চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, পাকিস্তানে টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দিল্লিতে অনুশীলন ক্যাম্পের আয়োজন করেছিল ভারতের দৃষ্টিহীনদের ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবিআই)। ক্যাম্পে ২৫ ক্রিকেটারকে ডাকা হয়েছিল। সেখান থেকে বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড বেছে নেওয়ার কথা ছিল।
শেষ মুহূর্তে ভারতীয় দলের পাকিস্তানে যাওয়া আটকে গেলেও সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছে সিএবিআই। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এটা দলের জন্য অনেক বড় ধাক্কা হলেও সরকারের উদ্বেগ এবং এর জন্য নেওয়া সিদ্ধান্তকে আমরা পুরোপুরি সম্মান জানাই।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version