Wednesday, August 20, 2025

পাকিস্তানে যাত্রীবাহী ভ্যানে হামলায় তিন মহিলা-সহ মৃত ৩৮ এবং আহত ২৯  

Date:

Share post:

ফের রক্তাক্ত পাকিস্তান। বহু মৃত্যু। গুলি করে খুন করা হয়েছে শিয়া সম্প্রদায়ের মুসলিমদের।রক্তাক্ত দেহগুলো নিয়ে যাওয়ার সময় চারপাশে তীব্র আতঙ্ক ছড়ায়। ঘটনা খাইবার পাখতুনখাওয়া প্রদেশের।সেখানকার নিম্ন কুররাম এলাকায় যাত্রীবাহী ভ্যানে হামলা চালানো হয়।এই প্রদেশের মুখ্যসচিব নাদিম আসলাম চৌধুরী বলেছেন, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট আলিজাই বলেছেন, আহতদের জেলার বিভিন্ন হাসপাতালে এবং বেস কয়েকজনকে পেশোয়ারে রেফার করা হচ্ছে। তিন মহিলা-সহ ৩৮ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ অনেকেই আশঙ্কাজনক।

বৃহস্পতিবার নাদিম আসলাম চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই হামলায় হতাহতদের মধ্যে এক শিশু ও এক মহিলা আছে। এই হামলা অত্যন্ত দুঃখজনক ঘটনা। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তানের কোনও বিদ্রোহী গোষ্ঠীও এই হামলা চালিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসলে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ভৌগলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে বিভিন্ন উপজাতির মানুষের বাস। অতীতে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে খাইবার পাখতুনখাওয়া। এবার এখানে বড়সড় হামলার ঘটনা হল। এই হামলার বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যাত্রীবাহী গাড়ি দু’টি কনভয় যাচ্ছিল। একটি কনভয় যাত্রীদের নিয়ে পেশোয়ার থেকে পরাচিনারের দিকে যাচ্ছিল। অন্য কনভয়ে যাত্রীদের নিয়ে পরাচিনার থেকে পেশোয়ার যাওয়া হচ্ছিল। হঠাৎ বন্দুকবাজরা কনভয় ঘিরে ফেলে গুলি চালাতে শুরু করে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুলিশি প্রহরায় প্রতিটি কনভয়ে ৪০টির মতো গাড়ি ছিল।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে জানা গিয়েছে, অন্তত ১০ জন বন্দুকবাজ হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। তারা রাস্তার দু’পাশ থেকে গুলি চালাতে শুরু করে। এই হামলার পর যাত্রীবাহী গাড়িগুলিতে থাকা মহিলা ও শিশুরা স্থানীয় বাড়িগুলিতে আশ্রয় নেন। হামলাকারীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

spot_img

Related articles

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই...

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...