Saturday, August 23, 2025

সান্দাকফু গিয়ে প্রাণ হারালেন কলকাতার পর্যটক, পর্যটাকদের স্বাস্থ্য পরীক্ষার পরিকল্পনা প্রশাসনের

Date:

এভাবে মরে যেতে হবে ভাবেননি।সান্দাকফু (Sandakphu) বেড়াতে গিয়েছিলেন। আর সেখানেই মৃত্যু হল কলকাতার পর্যটকের। শ্বাসকষ্টজনিত সমস্যায় ওই পর্যটকের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃত ভবানীপুর এলাকার বাসিন্দা ওই পর্যটকের নাম আশিস ভট্টাচার্য। চলতি বছরের মে মাসেও পাহাড়ে বেড়াতে গিয়ে  এক যুবকের প্রাণ গিয়েছিল।ফলে ফের এক পর্যটকের অকালমৃত্যুতে উদ্বেগে দার্জিলিং প্রশাসন। এবার থেকে পাহাড়ে যাওয়া বিশেষ করে ট্রেকিংয়ের উদ্দেশ্য নিয়ে যাওয়া পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

দার্জিলিংয়ের সান্দাকফুর প্রতি পর্যটকদের আকর্ষণ নতুন নয়। জানা গিয়েছে, গত ১৯ নভেম্বর দার্জিলিং (Darjeeling) থেকে সান্দাকফুর উদ্দেশে রওনা দিয়েছিলেন আশিস ভট্টাচার্য। গত মঙ্গলবার রাতে আচমকা তার শ্বাসকষ্ট শুরু হয়।অত্যন্ত দ্রুত তার শারীরিক পরিস্থিতির চূড়ান্ত অবনতি হয়। তড়িঘড়ি তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের সদস্যের হাতে তুলে দেয় দার্জিলিং জেলা প্রশাসন।এবার থেকে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের শারীরিক পরীক্ষা যাচাই করার জন্য নির্দিষ্ট একটি স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে দার্জিলিং প্রশাসন জানিয়েছে।

বিশিষ্ট পর্বতারোহী বিশ্বনাথ সরকার বলেছেন, আসলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় ততই অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। স্বাভাবিকভাবেই শারীরিকভাবে সক্ষমতা না থাকলে ওই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করা অনেকের পক্ষেই সম্ভব হয় না।তারই জেরে মাঝে মধ্যে এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। প্রশাসনের উচিত স্বাস্থ্য পরীক্ষা দ্রুত চালু করা। যাতে ভবিষ্যতে এই দুর্ঘটনা এড়ানো যায়।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version