Tuesday, August 26, 2025

ফাঁস গৌতম আদানির প্রতারণা, জারি গ্রেফতারি পরোয়ানা! বিরোধীদের তোপের মুখে মোদি সরকার

Date:

Share post:

আবারও বিতর্কের শিরোনামে শিল্পপতি গৌতম আদানি৷ আবারও গৌতম আদানিকে কেন্দ্র করে ব্যাকফুটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর সরকার৷ মার্কিন যুক্তরাষ্ট্রে কোটি কোটি টাকা ঘুষ দিয়ে সরকারি আধিকারিকদের প্রভাবিত করার চেষ্টা করেছেন গৌতম আদানি, এই অভিযোগ উঠেছে৷ এই মর্মে মার্কিন আদালতেও মামলা দায়ের হয়েছে৷ সেদেশের প্রশাসনের তরফে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি৷ এর পরেই দেশে গৌতম আদানি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একযোগে আক্রমণ করেছে বিরোধী শিবির৷ তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী শিবিরের প্রভাবশালী সব কটি দলই এদিন গৌতম আদানিকে তোপ দাগার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও তীব্র ভাবে নিশানা করেছে৷

এই প্রসঙ্গেই শিল্পপতি গৌতম আদানিকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করবেন কি ? টুইট করে জানতে চেয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ তাঁর অভিযোগ, মোদি সরকার এবং আদানি গোষ্ঠী একযোগে ষড়যন্ত্র করে দেশের সম্পদ বিদেশে বিক্রি করছে, দেশের গরিব মানুষের করের টাকা ধ্বংস করছে৷ একই সুরে গৌতম আদানি এবং মোদি সরকারকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে৷ তাঁর প্রশ্ন, ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ কোন সরকারি আধিকারিককে দিয়েছে গৌতম আদানির সংস্থা ? এই প্রসঙ্গে ইডি কেন কোনও পদক্ষেপ করেনি ? প্রশ্ন তুলেছেন সাকেত গোখলে৷

তৃণমূল কংগ্রেসের মতই গোটা ঘটনায় গৌতম আদানি এবং মোদি সরকারকে তোপ দেগেছে কংগ্রেসও৷ নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস সাংসদ ও লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর দাবি, অবিলম্বে গ্রেফতার করা হোক গৌতম আদানিকে৷ রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে গোটা ষড়যন্ত্রে জড়িত, তিনিই আদানির রক্ষাকর্তার ভূমিকায় আছেন৷ এই কারণেই আদানির ২ হাজার কোটি টাকার কেলেঙ্কারির কোনও তদন্ত এদেশে হবে না, দাবি জানান রাহুল গান্ধী৷

তাত্‍পর্যপূর্ণ হল, এমন একটা সময়ে গৌতম আদানিকে কেন্দ্র করে তৈরি হওয়া নতুন বিতর্ক সামনে এসেছে, যার কয়েকদিনের মধ্যেই সংসদের শীতকালীন অধিবেশন৷ এই আবহে মোদি সরকারকে তুলোধোনা করার জন্য আদানি ইস্যু বড় হাতিয়ার হবে বিরোধী শিবিরের, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ৷ এর আগেও গৌতম আদানির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে সোচ্চার হয়েছিল বিরোধী শিবির৷ এবার মার্কিন মুলুকে দুর্নীতির অভিযোগ ওঠা গৌতম আদানি এবং মোদি সরকারকে নিশানা করা আরও সহজ হয়েছে বলেই তথ্যাভিজ্ঞ মহলের দাবি৷

আরও পড়ুন- যেখানেই হামলা সেখানেই প্রতিবাদ, নন্দীগ্রাম থেকে কর্মীদের বার্তা কুণালের

spot_img

Related articles

বনতারায় কতটা সুরক্ষিত পশুরা: জানতে SIT গঠন সুপ্রিম কোর্টের

বিপদগ্রস্ত পশুদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রীর নজর কাড়ার চেষ্টা চালিয়েছিল গুজরাটের বনতারা (Vantara)। এবার প্রশ্ন উঠেছে সেখানে দেশের ও...

কীভাবে দুর্নীতিবাজদের সমর্থন করতে হয় মোদিকে দেখে শিখুন! তীব্র কটাক্ষ তৃণমূলের

দুর্নীতিগ্রস্তদের পাশে বসিয়ে বাংলায় এসে বড় বড় কথা বলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুর্নীতিবাজদের সঙ্গে সর্বক্ষণ...

ট্রাম্পের শুল্কবাণে অস্থিরতা শেয়ার বাজারে! পড়ছে সেনসেক্স-নিফটি

আমেরিকার(USA) ৫০ শতাংশ শুল্ক আরোপের ঠিক একদিন আগেই ধরাশায়ী শেয়ার বাজার(Share Market)। দেশের শেয়ার বাজারে ব্যাপক ধস। দুপুর...

‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা কেন? গর্জে উঠলেন মমতা

ভিনরাজ্যে ‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। মঙ্গলবার, বর্ধমান শহরের পরিষেবা প্রদান মঞ্চ...