Wednesday, November 12, 2025

ফাঁস গৌতম আদানির প্রতারণা, জারি গ্রেফতারি পরোয়ানা! বিরোধীদের তোপের মুখে মোদি সরকার

Date:

Share post:

আবারও বিতর্কের শিরোনামে শিল্পপতি গৌতম আদানি৷ আবারও গৌতম আদানিকে কেন্দ্র করে ব্যাকফুটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর সরকার৷ মার্কিন যুক্তরাষ্ট্রে কোটি কোটি টাকা ঘুষ দিয়ে সরকারি আধিকারিকদের প্রভাবিত করার চেষ্টা করেছেন গৌতম আদানি, এই অভিযোগ উঠেছে৷ এই মর্মে মার্কিন আদালতেও মামলা দায়ের হয়েছে৷ সেদেশের প্রশাসনের তরফে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি৷ এর পরেই দেশে গৌতম আদানি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একযোগে আক্রমণ করেছে বিরোধী শিবির৷ তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী শিবিরের প্রভাবশালী সব কটি দলই এদিন গৌতম আদানিকে তোপ দাগার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও তীব্র ভাবে নিশানা করেছে৷

এই প্রসঙ্গেই শিল্পপতি গৌতম আদানিকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করবেন কি ? টুইট করে জানতে চেয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ তাঁর অভিযোগ, মোদি সরকার এবং আদানি গোষ্ঠী একযোগে ষড়যন্ত্র করে দেশের সম্পদ বিদেশে বিক্রি করছে, দেশের গরিব মানুষের করের টাকা ধ্বংস করছে৷ একই সুরে গৌতম আদানি এবং মোদি সরকারকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে৷ তাঁর প্রশ্ন, ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ কোন সরকারি আধিকারিককে দিয়েছে গৌতম আদানির সংস্থা ? এই প্রসঙ্গে ইডি কেন কোনও পদক্ষেপ করেনি ? প্রশ্ন তুলেছেন সাকেত গোখলে৷

তৃণমূল কংগ্রেসের মতই গোটা ঘটনায় গৌতম আদানি এবং মোদি সরকারকে তোপ দেগেছে কংগ্রেসও৷ নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস সাংসদ ও লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর দাবি, অবিলম্বে গ্রেফতার করা হোক গৌতম আদানিকে৷ রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে গোটা ষড়যন্ত্রে জড়িত, তিনিই আদানির রক্ষাকর্তার ভূমিকায় আছেন৷ এই কারণেই আদানির ২ হাজার কোটি টাকার কেলেঙ্কারির কোনও তদন্ত এদেশে হবে না, দাবি জানান রাহুল গান্ধী৷

তাত্‍পর্যপূর্ণ হল, এমন একটা সময়ে গৌতম আদানিকে কেন্দ্র করে তৈরি হওয়া নতুন বিতর্ক সামনে এসেছে, যার কয়েকদিনের মধ্যেই সংসদের শীতকালীন অধিবেশন৷ এই আবহে মোদি সরকারকে তুলোধোনা করার জন্য আদানি ইস্যু বড় হাতিয়ার হবে বিরোধী শিবিরের, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ৷ এর আগেও গৌতম আদানির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে সোচ্চার হয়েছিল বিরোধী শিবির৷ এবার মার্কিন মুলুকে দুর্নীতির অভিযোগ ওঠা গৌতম আদানি এবং মোদি সরকারকে নিশানা করা আরও সহজ হয়েছে বলেই তথ্যাভিজ্ঞ মহলের দাবি৷

আরও পড়ুন- যেখানেই হামলা সেখানেই প্রতিবাদ, নন্দীগ্রাম থেকে কর্মীদের বার্তা কুণালের

spot_img

Related articles

বৃষ্টির জল সংরক্ষণে নজির: কেন্দ্রের পুরস্কার বাংলার দুই প্রতিষ্ঠানকে, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

বৃষ্টির জল সংরক্ষণে অসামান্য উদ্যোগের স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় সরকারের  (Central Govt) ‘জল সংরক্ষণ পুরস্কার পাচ্ছে রাজ্যের দুটি প্রতিষ্ঠান। ...

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...