Thursday, December 4, 2025

মায়ের মৃত্যু, পাঁচ দিনের প্যারোলে মুক্তি অর্পিতার

Date:

Share post:

কয়েক বছর আগে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়।তার মা মারা গিয়েছেন।তাই প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করল আদালত।বৃহস্পতিবার বিশেষ আদালত অর্পিতাকে পাঁচ দিনের জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছে।২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়।এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের গ্রেফতার করেছিল।  অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল ইডি। টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেছিল ইডি। একই সঙ্গে উদ্ধার হয়েছিল প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও। ওই বছরেরই ২৭ জুলাই বেলঘরিয়ার ‘ক্লাব টাউন হাইট্‌স’ আবাসনে অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। সেখান থেকে মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদ উদ্ধার করে।একই সঙ্গে প্রচুর গয়না। ইডির হিসাব অনুযায়ী, অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদে মোট ৪৯ কোটি ৮০ লাখ টাকা এবং ৫ কোটি ৮ লাখ টাকার গয়না উদ্ধার হয়েছিল। সঙ্গে সাতটি ভিন্‌দেশের মুদ্রাও।

তাকে গ্রেফতার করার পর প্রায় দু’বছর চার মাস কেটে গিয়েছে। নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে ইডির পাশাপাশি তদন্ত করছে সিবিআই। পার্থ এবং অর্পিতা দু’জনেই বর্তমানে জেলে বন্দি এবং তাদের বিরুদ্ধে মামলা এখনও আদালতে বিচারাধীন। জানা গিয়েছে, বেলঘরিয়াতে থাকতেন অর্পিতার মা। তার অন্ত্যেষ্টি ও পারলৌকিক ক্রিয়ায় যোগদানের জন্য প্যারোলে মুক্তি দিয়েছে আদালত।মায়ের পারলৌকিক কাজ শেষ হওয়ার পর ফের তাকে ফিরতে হবে জেলে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

spot_img

Related articles

“এখনও নিজের নাম তালিকায় তুলিনি”! এনুমারেশন ফর্ম ফিল আপ নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী

বাংলাজুড়ে SIR-এর কাজ চলছে। এনুমারেশন ফর্ম বিতরণ শেষ। এবার শুরু হয়েছে সার্ভারে আপলোডের কাজ। একদিকে প্রথম থেকেই কাজের...

সহ্য় হয় না নিজের থেকে সুন্দরদের! হরিয়ানার তরুণীর রোষের শিকার সন্তান-সহ ৪ শিশু

বিয়ে বাড়ির ভিতরেই ৬ বছরের ভাইঝিকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ তরুণীর বিরুদ্ধে৷ হরিয়ানার (Haryana) পানিপথের ঘটনার তদন্তে নেমে...

বিজয় হাজারের সঙ্গে খেলতে চান মুস্তাক আলিও! রোহিতের লক্ষ্য কি টি২০-তে প্রত্যাবর্তন?

টি২০ আন্তজার্তিক থেকে অবসর নেওয়ার পরও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) খেলতে চলেছেন রোহিত শর্মা(Rohit Sharma)।...

ওয়াকফের নামে গুজব ছড়ানো হচ্ছে, কান দেবেন না: সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

"সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ওয়াকফ নিয়ে আমরা কিছু করিনি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা বিধানসভায়...