Wednesday, August 27, 2025

আদানিকে গ্রেফতারের ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই! বিস্ফোরক অভিযোগ রাহুলের

Date:

সৌরবিদ্যুৎ প্রকল্পের (Solar Power Project) বরাত পেতে ভারত সরকারের আধিকারিকদের প্রায় ২২০০ কোটি টাকার বেশি ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া অভিযোগ। শিল্পপতি গৌতম আদানি (Goutam Adani) ও তাঁর ভাইপো সাগর আদানির (Sagar Adani) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকা প্রশাসন। ঘুষ-কাণ্ডে নাম জড়ানো আদানিকে গ্রেফতার করার দাবি তুললেন কংগ্রেস (Congress) সাংসদ তথা লোকসভাপ বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠকে সরাসরি নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে অভিযোগ করে রাহুল বলেন, “আদানিকে সুরক্ষা দিচ্ছেন প্রধানমন্ত্রী।”

আগামী ২০ বছরের ২০০ কোটি ডলার লাভ করতে ভারত সরকারের সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে চেয়েছিল আদানি গোষ্ঠী। নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস (US Attorney’s Office for the Eastern District of New York) থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, শুধু সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়াই নয়, এর পাশাপাশি বিনিয়োগকারী ও ব্যাঙ্কের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। এই খবর প্রকাশ্যে আসতেই একতিরে মোদি-আদানিকে বিদ্ধ করেন কংগ্রেস নেতা। তাঁর অভিযোগ, মোদি ও আদানি ২জনেই দুর্নীতিগ্রস্ত। আজই আদানিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান রাহুল। এরপরেই বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন, কিন্তু আদানিজিকে গ্রেফতার করার ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই। কারণ উনি নিজেই আদানির দ্বারা নিয়ন্ত্রিত। আসন্ন শীতকালীন অধিবেশনে এই বিষয়ে কংগ্রেস সরব হবে বলেও জানিয়েছেন রাহুল (Rahul Gandhi)।

আরও খবর: সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ২২০০ কোটি ঘুষ!আদানির বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা 

পাশাপাশি, আদানি ঘুষ-কাণ্ডে সেবি-র প্রধান মাধবী পুরী বুচকে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন রাহুল। সম্প্রতি আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গ অভিযোগ করে, যে টাকা আদানিরা বিদেশে সরিয়েছেন, তাতে মাধবী এবং ও স্বামী ধবল বুচের অংশীদারিত্ব রয়েছে। এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদের অভিযোগ, আদানিকে রক্ষা করেছেন শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি-র প্রধান মাধবী পুরী বুচ। সুতরাং তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হোক-দাবি রাহুলের।








Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version