Wednesday, August 20, 2025

‘বিরাট জানে ওর কি করতে হবে’, কিছু শেখানোর নেই’, অজিদের বিরুদ্ধে নামার আগে বললেন বুমরাহ

Date:

আগামিকাল থেকে শুরু বর্ডার-গাভাস্কর ট্রফি। পারথে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। তবে এই সিরিজে নামার আগে আলোচনায় বিরাট কোহলির পারফরম্যান্স। দীর্ঘদিন ধরে শতরানে দেখা নেই কোহলির ব্যাটে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে রান করে ছিলেন তিনি। যদিও অজিদের বিরুদ্ধে নামার আগে বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে ভাবছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক যশপ্রীত বুমরাহ। ম্যাচের আগের দিন বললেন, ” কোহলির মতো ক্রিকেটারকে নতুন করে কিছু শেখানোর দরকার নেই।

প্রথম টেস্টে রোহিত শর্মা না থাকায় দলকে নেতৃত্ব দেবেন বুমরাহ। এদিন বুমরাহ সাংবাদিক সম্মেলনে কোহলির প্রসঙ্গে বলেন, “ ব্যাটার কোহলিকে নিয়ে আমার কিছুই বলার নেই। ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় ও। কোহলিকে বিশেষ কোনও পরামর্শ দেওয়ার দরকার নেই আমার। ও এমনিতেই পুরোদস্তুর পেশাদার। ও আমার কাছে একজন নেতা। ওর অধীনেই আমি প্রথম টেস্ট খেলেছি। ও জানে কী করছে। এখানে-সেখানে একটা-দুটো সিরিজ খারাপ যেতেই পারে। তবে এই মুহূর্তে ওর যা আত্মবিশ্বাস তাতে প্রস্তুতি নিয়ে কোনও সন্দেহই নেই। দলের হয়ে অবদান রাখতে মরিয়া ও সবসময়। সেগুলো আমরা বুঝতেও পারছি। কিছু বলে ওর মনোযোগে ব্যাঘাত ঘটাতে চাইছি না।“

অস্ট্রেলিয়া পৌঁছে ব্যাট হাতে অনুশীলন অনেক আগেই শুরু করে দিয়েছিল বিরাট। এই নিয়ে বুমরাহ বলেন, “ বিরাটের প্রস্তুতি নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তিনি সিরিজে ছাপ ফেলতে মুখিয়ে আছেন। যা, দলে ইতিবাচক প্রভাব ফেলবে। “

আরও পড়ুন- ভারতের বিরুদ্ধে নামার আগে কী বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ?


Related articles

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...

রাজ্যপালের নাম ভাঙিয়ে প্রতারণা! সতর্ক করল রাজভবন 

রাজ্যপালের নাম ভাঙিয়ে সাইবার প্রতারণার ঘটনা বাড়তে থাকায় তীব্র সতর্কবার্তা জারি করল রাজভবন। অভিযোগ, প্রতারকরা নিজেদের রাজ্যপালের দফতরের...

রানাঘাট সাংগঠনিক জেলার বৈঠকে নিবিড় জনসংযোগে জোর অভিষেকের

রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার সেখানে...

শোস স্টপার দেব, তবে রঘু ডাকাতের লুকসে চমক অনির্বাণের

পুজোয় মাত করবে রঘু ডাকাত। টিজার লঞ্চেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। দেবের (Dev) লুকস থেকে দেবের রঘু ডাকাত...
Exit mobile version