Monday, November 17, 2025

ফের উত্তপ্ত আরজি কর, মর্গে ডোমেদের মধ্যে হাতাহাতিতে ভাঙল কম্পিউটার

Date:

ফের উত্তপ্ত আরজি করের (RG Kar Medical College) ক্যাম্পাস চত্বর। বৃহস্পতিবার রাতে হাসপাতালের মর্গের ভিতর গোলমাল হয় তিন ডোমের মধ্যে। অভিযোগ সন্তোষ মল্লিক নামে এক ডোম মদ নিয়ে মর্গের ভিতরে আসেন। তার দুই সহকর্মী শম্ভু মল্লিক ও গৌতম মল্লিকের সঙ্গে বসে মদ্যপান করেন।মদ্যপ অবস্থায় সন্তোষ মল্লিক মর্গের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। এরপর মত্ত অবস্থায় মর্গের কম্পিউটার ভাঙচুর করেন। অনেক চেঁচামেচি করলেও সাড়া পাওয়া যায়নি। ঘটনাস্থলে আসেন সিআইএসএফের দুই জওয়ান। শেষ পর্যন্ত দরজা ভেঙে উদ্ধার করা হয় অভিযুক্ত তিন ব্যক্তিকে।

এমনকি, হাসপাতালের অন্যান্য সরকারি সম্পত্তিও ভাঙচুর করেন ডোমেরা। বৃহস্পতিবার রাতের ঘটনায় উত্তেজনা ছড়ায় আরজি করে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা পড়েছে। একই সঙ্গে টালা থানাতেও লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা ঘটনার অভিযোগ পেয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও।

জানা গিয়েছে, ঘটনার জেরে হাসপাতালের মর্গ বন্ধ রয়েছে। আর তাতেই চূড়ান্ত হয়রানি সাধারণ মানুষের।যে কম্পিউটারগুলো(computer) ভাঙা হয়েছে তাতে একাধিক তথ্য রাখা ছিল বলে জানা যাচ্ছে। ঘটনায় আজ সকাল থেকেই হাসপাতালের ময়নাতদন্তের প্রক্রিয়া বন্ধ। মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই সংবাদের শিরোনামে আরজি কর।ঘটনার প্রতিবাদে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। গত ১৪ অগস্ট রাতে এমনই এক কর্মসূচি চলাকালীন একদল লোক আরজি করে ঢুকে ভাঙচুর চালান। তারপরেও এই ঘটনা।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

বাংলায় ঢালাও সুবিধা, সেই সব দাবিতে ডবল ইঞ্জিন অসমে পথে চাবাগান শ্রমিকরা

প্রতিবেশী রাজ্যে ঢালাও সুবিধা। জীবনযাপনের মান থেকে পরিবারের নিরাপত্তায় একের পর এক দায়িত্ব পালন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

শুট অ্যাট সাইট নির্দেশ ইউনূস প্রশাসনের! হাসিনার রায় বেরোনোর আগে উত্তপ্ত ঢাকা

বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shiekh Hasina)। সেই অভিযোগের বিচার...

আরজেডি শিবিরে অশান্তি অব্যাহত, শহর ছাড়লেন লালুর চার কন্যা

নির্বাচনে হারের পর থেকে সময়টা কিছুতেই ভালো কাটছে না আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ও তাঁর দল আরজেডির...

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...
Exit mobile version