Wednesday, November 5, 2025

বর্ডার-গাভাস্কর ট্রফি, বল হাতে দাপট বুমরাহর, দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান অস্ট্রেলিয়ার

Date:

বর্ডার-গাভাস্কর ট্রফি। শেষ প্রথম দিনের ম্যাচ। দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান অস্ট্রেলিয়ার। বল হাতে দাপট যশপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজের। ৪ উইকেট নেন বুমরাহ। ২ উইকেট সিরাজের। ৮৩ রানে পিছিয়ে অজিরা।

এদিন শুরুটা একেবারেই ভাল হয়নি ভারতের। নিউজিল্যান্ড টেস্টের মতন অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ ভারতের ব্যাটিং অর্ডার । এদিন বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম দিনেই প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে শেষ হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার ইনিংস। ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক যশপ্রীত বুমরাহ। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। শূন্য রানে আউট হন যশস্বঈ জসওয়াল। ২৬ রান করেন কে এল রাহুল। দেবদুত পাড্ডিকলও আউট হন শূন্য রানে। এদিনও ব্যাট হাতে ব্যর্থ হন বিরাট কোহলি । ৫ রানে আউট হন তিনি। ১১ রানে আউট হন ধ্রুভ জুরেল। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন নিতিশ রেড্ডি। ৪১ রান করেন তিনি। ৩৭ রান করেন ঋষভ পন্থ। অজিদের হয়ে ৪ উইকেট হ্যাজলউডের। দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং মিচেল মার্শ।

জবাবে ব্যাট করতে নেমে একের পর এক ধাক্কা খায় অস্ট্রেলিয়া। আর অজিদের প্রথম ধাক্কাটা দেন বুমরাহ। ওসমান খওয়াজাকে ফেরান তিনি। ৮ রান করেন খওয়াজা। দ্বিতীয় ধাক্কাও ভারত অধিনায়কের। নাথানকে ফেরান তিনি। নাথান করেন ১০ রান। এরপর বুমরাহ-এর তৃতীয় শিকার স্টিভ স্মিথ। শূন্য রানে ফেরেন স্মিথ । হেড করেন ১১ রান। মিচেল মার্শ করেন ১১ রান । অজি অধিনায়ক প্যাট কামিন্স করেন ৩ রান। অস্ট্রেলিয়ার হয়ে ক্রিজে আছেন অ্যালেক্স কেরি এবং মিচেল স্টার্ক। কেরি ১৯ রানে অপরাজিত। ৬ রানে অপরাজিত স্টার্ক। ভারতের হয়ে ৪ উইকেট বুমরাহর। ২ উইকেট সিরাজের। ১ উইকেট হর্ষিত রানার।

আরও পড়ুন- মেগা নিলামের আগেই সামনে এল আসন্ন আইপিএল-এর দিনক্ষণ


Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version