Tuesday, November 4, 2025

আলু- পিঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্যসচিব

Date:

আলু-পিঁয়াজের দামে (Potato, Onion price hike) আগুন, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্ন থেকে কড়া বার্তা দেওয়ার পর আজ শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)। বাজারদর নিয়ন্ত্রণে আলু রফতানিতে রাশ টানার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য রাজ্যে রফতানি রুখতে সীমান্ত সিল করা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM)। এরপরই আজ আলু ব্যবসায়ী, টাস্ক ফোর্সের প্রতিনিধিরা, খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের আধিকারিক এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে দুপুর ২টো নাগাদ বৈঠক করবেন মুখ্যসচিব। রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।

আলু, পিঁয়াজের দাম বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। বাংলার মানুষ বেশি দামে আলু কিনছেন, আর মুনাফার জন্য তা রফতানি করা হচ্ছে। এই বিষয় নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারের বৈঠকে এই নিয়ে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, “আমি তো বাংলা থেকে আলু ছাড়ছিলামও। কিন্তু কী বলেছিলাম? বাংলার প্রয়োজন মিটিয়ে বিক্রি করুন, আমার তাতে কোনও আপত্তি নেই। কিন্তু কী দেখলাম? বাংলায় আলুর দাম বাড়িয়ে ভিন রাজ্যে আলু পাঠিয়ে বাড়তি মুনাফা লুটার চেষ্টা! এটা তো বরদাস্ত করব না।” মুখ্যমন্ত্রী জানান, আলু উৎপাদনে বাংলা স্বনির্ভর। তা সত্ত্বেও কেন এ রাজ্যের মানুষকে কেন বাড়তি দাম দিয়ে আলু কিনে খেতে হবে? প্রশ্ন তোলেন মমতা। একই সঙ্গে বাংলায় উৎপাদিত পিঁয়াজে রফতানি নিয়ে সতর্কও করেন তিনি। এরপর শুক্রবার সকাল সকাল বাজারে হানা দেন টাস্ক আধিকারিকরা।

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version