Wednesday, August 27, 2025

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই পদক্ষেপ পুলিশের, সাসপেন্ড বারাবনি থানার ওসি

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে কড়া বার্তা দিয়েছিলেন পুলিশের (Police) নিচুতলার কর্মীদের। তারপর রাতেই সাসপেন্ড (Suspend) করা হল পশ্চিম বর্ধমানের আসানসোলের বারাবনি থানার (Barabani PS) ওসিকে (OC)। বদলির নির্দেশ দেওয়া হয়েছিল আগেই। তার মধ্যেই এই সাসপেন্ডের খবর। ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করেন আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরী। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি সাসপেন্ড তা না স্পষ্ট হলেও জানা গিয়েছে, অপেশাদারিত্বের কারণেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির একাধিক অভিযোগে এসেছিল।

ওসি মনোরঞ্জন মণ্ডলকে বদলির নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। বারাবনি থেকে অন্ডাল থানার দায়িত্বে তিনি যেতে পারেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর রাতারাতি সাসপেন্ড করা হল তাঁকে। মুখ্যমন্ত্রী বালি ও কয়লাপাচার নিয়ে নিচুতলার পুলিশকর্মীদের ভূমিকায় আদৌ সন্তুষ্ট নন। তিনি নাম না করেই কয়লা ও বালি পাচার রোখার কাছে বেশ কিছু পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। নিচুতলার পুলিশকর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, কয়লাখনির নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রের সিআইএসএফের। ফলে সেখানে অবৈধ কারবারের দায় রাজ্য কখনই নেবে না। এর দায় নিতে হবে কেন্দ্রকেই। রাতের অন্ধকারে কয়লা বা বালি পাচারে সিআইএসএফেরই হাত থাকে বলে মুখ্যমন্ত্রী সাফ জানান। সিআইএসএফকে একহাত নেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী নিশানা করেন পুলিশকর্মীদের একাংশকেও। তিনি বলেন, সিআইএফএফের সঙ্গে হাত মিলিয়ে নিচুতলার পুলিশকর্মীরা কেউ কেউ দুষ্কর্মের সঙ্গে জড়িয়ে পড়ছেন। তারপরই এই কড়া ব্যবস্থা নেওয়া হল।

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version