Wednesday, August 13, 2025

বার্ধক্যের দোরগোড়ায় থাকা ৫৮ বছরের নি:সন্তান দম্পতিকে সন্তান নিতে অনুমতি হাইকোর্টের

Date:

Share post:

জানেন কী, হলিউড অভিনেতা আল পাচিনো (Al Pacino) ৮৩ বছর বয়সে বাবা হন। গত বছরই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সেই খবরে হৈ চৈ পড়ে গিয়েছিল। এরপরই বিভিন্ন জায়গা থেকে প্রবীণ দম্পতির (Elderly Couple) সন্তান হওয়ার খবর প্রকাশ্যে আসতে থাকে। অনেক নিঃসন্তান দম্পতিই নতুন করে উৎসাহ পান। বার্ধক্যের দোরগোড়ায় পৌঁছে যাওয়া কলকাতার এক দম্পতির সন্তান আকাঙ্খার মামলায় এবার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

তিরিশ বছরের বিবাহিত জীবন। কিন্তু হয়নি সন্তান। সেই যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছিলেন না ওই দম্পতি। শেষ পর্যন্ত টেস্ট টিউব বেবির সাহায্যে সন্তান নিতে চেয়েছিলেন।কিন্তু সেখানেও বাদ সাধে বয়স। প্রয়োজন ছিল রাজ্যের স্বাস্থ্য দফতরের অনুমতি। কিন্তু সেই অনুমতিও মেলেনি। এরপর তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। ৫৮ বছরের নি:সন্তান দম্পতিকে টেস্ট টিউব বেবি নেওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

মামলার শুনানিও হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। বিচারপতি ওই দম্পতির কাছে জানতে চেয়েছিলেন যে বেশি বয়সে এসেও তারা সন্তানের দায়িত্ব নিতে পারবেন কিনা। এক্ষেত্রে ওই দম্পতির আইনজীবী আদালতে জানিয়েছেন তাদের মক্কেল আর্থিকভাবে শক্তিশালী। তাই সন্তান প্রতিপালনের ক্ষেত্রে কোনওরকম সমস্যার সম্মুখীন তাদের হতে হবে না।

বিচারপতি অমৃতা সিনহা কলকাতার কাশীপুরের ওই দম্পতির আবেদনে অনুমতি দেওয়ার পাশাপাশি রাজ্যের আইনজীবীকে নির্দেশ দিলেন এই ব্যাপারে স্বাস্থ্য দফতরকে যেন প্রয়োজনীয় সহযোগিতা করে।হাইকোর্ট সুত্রে জানা গিয়েছে, কলকাতার কাশীপুরের বাসিন্দা ওই দম্পতির বিবাহ হয় ১৯৯৪ সালে। কিন্তু ৩০ বছরে তাঁদের কোনও সন্তান হয়নি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে পিএইচ ফার্টিলিটি ক্লিনিকে আইভিএফের মাধ্যমে সন্তান নেওয়ার জন্য আবেদন জানান। কিন্তু গত ২৭ জুন দম্পতিকে জানানো হয়, নিয়ম অনুয়ায়ী স্বামীর বয়স যা থাকা প্রয়োজন তার তুলনায় বেশি। ফলে স্বাস্থ্য দফতরের অনুমতি দরকার। নিয়ম অনুযায়ী, এই পদ্ধতিতে সন্তান নিতে গেলে পুরুষের বয়স হতে হবে ২১ থেকে ৫৫ বছর। আর মহিলাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হবে ৫০ বছর। কিন্তু কাশীপুরের দম্পতির ক্ষেত্রে স্বামীর বয়স ৫৮। তাই স্বাস্থ্য দফতরের অনুমতি মেলেনি।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...