Thursday, August 21, 2025

গরিবের বোঝা কমাতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ প্রয়োজন, কেন্দ্রের বিরোধিতায় আরবিআই

Date:

Share post:

মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের ঠান্ডা লড়াই প্রকাশ্যেই তীব্রতর হচ্ছে। সরকার দাবি করছে, মূল্যবৃদ্ধি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এবং এর সঙ্গে আর্থিক গতি বা রেপো রেটের সম্পর্ক নেই। কিন্তু এই ফর্মুলা মানতে নারাজ আরবিআই। দ্ব্যর্থহীন ভাষায় সরকারের দাবির বিরোধিতা করে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়ে দিলেন, মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করাই অর্থনীতির গতিবৃদ্ধির প্রধান দাওয়াই। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এলে মানুষ সঞ্চয় করতে পারবে। আর হাতে টাকার জোগান থাকলে বাড়বে ক্রয়ক্ষমতা। একমাত্র তাহলেই অর্থনীতি এবং বাজার গতি পাবে।এই নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল সাংসদরাও।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাঙ্ক সম্মেলনের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরবিআই গভর্নর। সেখানেই তিনি বার্তা দিয়ে জানিয়েছেন, মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করাই অর্থনীতির গতিবৃদ্ধির মূল দাওয়াই। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এলে মানুষ সঞ্চয় করতে পারবে। আর হাতে টাকার জোগান থাকলে বাড়বে ক্রয়ক্ষমতা। একমাত্র তাহলেই অর্থনীতি এবং বাজার গতি পাবে। এতে বলা যায় কেন্দ্রকে আরও একবার খোঁচা দিলেন আরবিআই গভর্নর।

লোকসভার তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে মোদি সরকার ব্যার্থ।আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের বক্তব্য সঠিক। তৃণমূল কংগ্রেস সংসদে মূল্যবৃদ্ধি নিয়ে নোটিশ দিয়েছে। আমি ফের আসন্ন সংসদের শীতকালীন অধিবেশনে নোটিশ দেব।লোকসভার তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেন, মূল্যবৃদ্ধি নিয়ে এই কেন্দ্রীয় সরকার গা করে না। কারণ এই সরকার ক্ষেত মজুর কৃষকদের পক্ষে নয় পুজিপতিদের সাহায্য  করে। এই সরকার গরিব,মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষের জন্য নয় মুষ্টিমেয় শিল্পপতি ও পুজিপতিদের জন্যই কাজ করছে।

শক্তিকান্ত দাস সরাসরি মূল্যবৃদ্ধিকে স্থিতিশীল রাখতেই বলেছেন। তাহলেই গরিবের বোঝা কমবে। মূল্যবৃদ্ধির হার অগ্রাহ্য করলে আবার সব হিসেবে গোলমাল হবে। আর্থিক বৃদ্ধির হার নিয়ে গভর্নর সন্তুষ্ট হলেও বর্তমানে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি তাঁকে উদ্বেগেই রেখেছে। আরবিআই গভর্নরের সাফ কথা, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি অবিলম্বে ৫ শতাংশের নীচে নামাতেই হবে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...