Sunday, November 9, 2025

মন্দারমণিতে হোটেল-রিসর্ট ভাঙার নির্দেশে স্থগিতাদেশ জারি বিচারপতি সিনহার

Date:

কোনও বুলডোজার চলবে না। মন্দারমণির হোটেল ভাঙার নির্দেশ অবিলম্বে পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলা প্রশাসনকে প্রত্যাহার করতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সেই নির্দেশই দিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা (Amrita Singha)। শুক্রবার, শুনানিতে তিনি হোটেল-লজগুলি ভাঙার নির্দেশে স্থগিতাদেশ জারি করেন। ফলে মন্দারমণির হোটেল বা লজ আপাতত ভাঙা যাবে না। ১৩ ডিসেম্বর পর্যন্ত ওই স্থগিতাদেশ বহাল থাকবে। এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে ৪ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর।

১১ নভেম্বর জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে ২০ নভেম্বরের মধ্যে মন্দারমণি সমুদ্র সৈকতে ১৪৪টি হোটেল, লজ, রিসর্ট ও হোম স্টে ভাঙার নির্দেশ দিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। নোটিশে (Notice) মাথায় আকাশ ভেঙে পড়ে মন্দারমণির হোটেল ব্যবসায়ীদের। বিষয়টি জানার পর অত্যন্ত ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। অবিলম্বে জেলা প্রশাসনকে এই সিদ্ধান্ত বাতিলে নির্দেশ দেন তিনি।

এদিকে, জেলা প্রশাসন নির্দেশ পেয়েই তার বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয় মন্দারমণি হোটেল অ্যাসোসিয়েশন। এদিন মামলাকারীদের হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই মামলাতেই বিচারপতি সিনহা (Amrita Singha) জানান, ১৩ ডিসেম্বর পর্যন্ত মন্দারমণির হোটেলগুলি ভাঙা যাবে না। তার আগে জেলাশাসকের কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।








Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version