শনিবার ফলাফল মহারাষ্ট্র-ঝাড়খন্ড নির্বাচনের, পাল্লা ভারী এনডিএ জোটের

২৮৮ আসনের মধ্যে কংগ্রেস দিয়েছে ১০১ টি আসনে প্রার্থী, উদ্ধভ ঠাকরের শিবসেনা দিয়েছে ৯৫ আসনে শারদ পাওয়ারের এনসিপি দিয়েছে ৮৬ আসনে প্রার্থী

0
1

লোকসভা নির্বাচনের পরে প্রথম বিধানসভা নির্বাচনগুলিতে অনেকটাই এগিয়ে থেকেছে বিজেপি পরিচালিত এনডিএ জোট। এবার বড় পরীক্ষা মহারাষ্ট্র (Maharashtra) ও ঝাড়খন্ডে (Jharkhand)। বুথ ফেরত সমীক্ষায় প্রাথমিকভাবে দেখা গিয়েছে দুই রাজ্যেই জয়ের পথে বিজেপি পরিচালিত এনডিএ (NDA) ও মহাযুতী জোট। তবে বাস্তবে ভোটের ফলাফল কি হচ্ছে জানা যাবে শনিবার।

মহারাষ্ট্রের লড়াই বিজেপি পরিচালিত মহাযুতী (Mahayuti) জোটের সঙ্গে কংগ্রেস, শারদ পাওয়ারের এন সি পি ও উদ্ভভ ঠাকরের শিবসেনার মহা বিকাশ আঘাড়ীর (MVA)। মহাযুতী জোটে ২৮৮ আসনের মধ্যে বিজেপি প্রার্থী দিয়েছে ১৫৯ আসনে, একনাথ শিণ্ডে পরিচালিত শিবসেনা দিয়েছে ৮১ আসনে ও অজিত পাওয়ারের এনসিপি দিয়েছে ৫৯ আসনে প্রার্থী।

অন্যদিকে কংগ্রেস পরিচালিত মহা বিকাশ আঘাড়ীর (MVA) চ্যালেঞ্জ এনডিএ (NDA) জোটের থেকে মহারাষ্ট্র ছিনিয়ে নেওয়ার। ২৮৮ আসনের মধ্যে কংগ্রেস দিয়েছে ১০১ টি আসনে প্রার্থী, উদ্ধভ ঠাকরের শিবসেনা দিয়েছে ৯৫ আসনে শারদ পাওয়ারের এনসিপি দিয়েছে ৮৬ আসনে প্রার্থী।

ঝাড়খণ্ডের (Jharkhand) ৮১ আসনের ভোট গণনাও শনিবার। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বে ইন্ডিয়া জোটের দলগুলি সেখানে হেমন্ত সোরেনের গদি রক্ষার লড়াইতে নেমেছে। দুই রাজ্যে সকাল সাতটা থেকে শুরু হবে ভোট গণনা।