ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন রাহুল টোডি। সেই সঙ্গে ইস্তফা দিলেন সহ-সভাপতি তমাল ঘোষও। তাদের সংস্থা শ্রাচী গ্রুপ এখন মহমেডানের বিনিয়োগকারী। সেই কারণেই ইস্টবেঙ্গল থেকে পদত্যাগ করলেন তারা।

প্রসঙ্গত, ইস্টবেঙ্গল ক্লাবে প্রথমে যোগ দিয়েছিল শ্রাচি গ্রুপ। তারা ক্রিকেটে বিনিয়োগ করেছিল। পরে যোগ দেয় ফুটবলেও। কিন্তু আই লিগ জিতে আইএসএলে ওঠার পর মহমেডানের বিনিয়োগকারী হয় শ্রাচি গ্রুপ। সেই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রাহুল এবং চেয়ারপার্সন তমাল। ইস্টবেঙ্গল বনাম মহমেডান ম্যাচ দেখতে গিয়েছিলেন রাহুল। শ্রাচি গ্রুপের দুই কর্তা এক বিবৃতিতে জানিয়েছেন, মহমেডানে তাদের দায়িত্ব বাড়ছে, তাই ইস্টবেঙ্গলের পদ থেকে ইস্তফা দিচ্ছেন তাঁরা।

মহমেডান ক্লাবের চেয়ারম্যান পদে রয়েছেন রাহুল, ডিরেক্টর তমাল। সেই দায়িত্বই তারা পালন করবেন। ইস্টবেঙ্গলের দায়িত্ব ছাড়ার দিনে তারা জানিয়েছেন, লাল-হলুদের দায়িত্বে থাকার সময় প্রচুর ভাল মুহূর্ত কাটিয়েছেন। আগামী দিনে ইস্টবেঙ্গলের উন্নতি কামনা করেছেন তারা। তবে লাল-হলুদের দায়িত্বে আর থাকবেন না শ্রাচি গ্রুপের দুই কর্তা।

শ্রাচী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রাহুল টোডি ক্লাবটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার নেতৃত্বে ইস্টবেঙ্গলের ব্যবসায়িক এবং ফুটবল ক্ষেত্রের অনেক দিকই উন্নত হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে তিনি অনুভব করতে পারেন যে, একই সময়ে দুই প্রধান ক্লাবের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হয়ে উঠছে না।



