আমেরিকার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পরেই রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধ (Russia-Ukraine war) থামানোর আবেদন জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কিন্তু ট্রাম্পের আবেদনে সাড়া দেননি পুতিন। এবার বিনা কারণে ইউক্রেনের উপর পারমাণবিক হামলা (Nuclear attack) চালাতে পারে রাশিয়া, এমনটাই আশঙ্কা করছেন ট্রাম্প। যদিও তাঁর এই আশঙ্কা প্রকাশিত হওয়ার পরেও রাশিয়ার দিক থেকে কোন জবাব না মেলায় সাঁড়াশি চাপে পড়েছে ইউক্রেন।

সম্প্রতি ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেছেন মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে। তাঁর আশঙ্কা এই পরিস্থিতিতে রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্রের (nuclear weapon) শক্তি প্রদর্শন করতে পারে। যা গোটা পৃথিবীর কাছে বড় বিপদ বয়ে আনবে। সেইসঙ্গে তৃতীয় বিশ্বযুদ্ধেরও ইঙ্গিত হতে পারে সেটা। কিন্তু ট্রাম্পের আশঙ্কার পরেও মুখ খোলেনি ক্রেমলিন।

একদিকে ট্রাম্পের বারবার সাবধান বাণী, উল্টোদিকে রাশিয়ার (Russia) নিরবতা। এই পরিস্থিতিতে চরম আশঙ্কায় ইউক্রেন (Ukraine)। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ একদিনে থামিয়ে দেওয়ার ট্রাম্পের দাবীর পর জেলেনস্কি (Zelenski) আগ বাড়িয়ে ঘোষনা করেছিলেন তাদের কারো সাহায্যের প্রয়োজন নেই। কিন্তু ট্রাম্পের পারমাণবিক যুদ্ধের আশঙ্কার পর কোন পথে যাবে আমেরিকা, রাশিয়াযই বা নতুন মিসাইল হানার পথ ধরবে কিনা আশঙ্কায় ইউক্রেন, দাবি রাজনৈতিক বিশ্লেষকদের।
