ভোটের লড়াইয়ে নেমে নাকানি চোবানি খেলেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী এজাজ খান (Ajaz Khan)। অভিনেতার Instagram-এর অনুরাগীর সংখ্যা ৫৬ লক্ষের বেশি। কথায় কথায় নিজেকে ‘এক নম্বর’ বলে দাবি করা তারকা মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে (Maharastra Assembly Election) ভারসোভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ১০৩ ভোট পেলেন! এইটুকু জোগাড় করতেই কার্যত হিমশিম অবস্থা। এজাজের পরিবারের সদস্য সংখ্যা ৭০- এর বেশি। বুঝন অবস্থা, এরপর সোশ্যাল মিডিয়ায় যে মিমের বন্যা বয়ে যাবে এ তো জানাই ছিল।
ভারসোভা আসনে ভোট পড়েছিল ৫১.২ শতাংশ।আজাদ সমাজ পার্টির (কাঁসিরাম) টিকিটে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচন কমিশনের (ECI) তথ্য বলছে, ৪৬ হাজার ৬১৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শিবসেনা ইউবিটি প্রার্থী হারুন খান। নোটাতে ভোট দিয়েছেন ৭৪৭ জন। সেখানে কিনা প্রাক্তন বিগ বস (বিগ Boss) তারকা ভোট পেলেন মাত্র ১০৩টি! সমাজমাধ্যমে হিন্দি সিরিয়ালের অভিনেতাকে কটাক্ষ করে কেউ কেউ লিখেছেন যে, বোধহয় তারকার পরিবারও বাড়ির ছেলেকে ভোট দেয়নি। নোটার থেকেও এতটা পিছিয়ে থাকার কারণে নেটিজেনদের হাসির খোরাক হয়ে উঠেছেন ‘বলিউড ক্লাব’- এর বিজেতা। এজাজ (Ajaz Khan) নিজে অবশ্য এত কম ভোট পাওয়া নিয়ে কোনও মন্তব্য করেননি।