Friday, July 4, 2025

পারথে চলছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম ম্যাচের প্রথম ইনিংসে অজিদের বিরুদ্ধে ৫ উইকেট নেন ভারত অধিনায়ক যশপ্রীত বুমরাহ। আর সেই সুবাদে নজির গড়েন তিনি।

গতকাল থেকে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। প্রথম দিনই ৪ উইকেট নেন বুমরাহ। আর আজ সকালে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে আউট করে ৫ উইকেট ঝুলিতে ভরেন তিনি। আর সেই সুবাদেই নজির গড়েন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯৯টি উইকেট নেওয়া বোলার শুধু এ বারের প্রতিযোগিতাতেই নিলেন ৫০ উইকেট। বুমরাহই ভারতের প্রথম পেসার, যিনি এই কীর্তি গড়লেন। এর আগে এই কীর্তি ছিল ভারতের রবিচন্দ্রন অশ্বিন। তাঁর ঝুলিতে ৭১ টি উইকেট। এবং রবীন্দ্র জাদেজা। জাড্ডুর ঝুলিতে রয়েছে ৫১ টি উকেট। অশ্বিন তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেই ৫০টির বেশি উইকেট নিয়েছেন।

শুধু তাই নয়, আরও একটি নজির গড়েছেন যশপ্রীত বুমরাহ। এই বছর সব ধরনের ক্রিকেট মিলিয়ে ৬১টি উইকেট নিয়েছেন তিনি। যা সর্বোচ্চ। ১৮টি ম্যাচ খেলে এই কীর্তি গড়েছেন বুমরাহ। দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গ। তিনি ২৮ ম্যাচে ৬০টি উইকেট নিয়েছেন। এই বছর টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকাতেও শীর্ষে ভারতীয় পেসার। ১০ ম্যাচে নিয়েছেন ৪৬টি উইকেট। পিছনে ফেলে দিয়েছেন জাদেজাকে। তিনি ১০ ম্যাচে ৪৪ উইকেট নিয়েছেন।

আরও পড়ুন- আজ ঘরের মাঠে বাগানের সামনে জামশেদপুর


Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version