Wednesday, December 17, 2025

সোমে কালীঘাটে তৃণমূলের কর্মসমিতির বৈঠক ডাকলেন মমতা, থাকবেন অভিষেক

Date:

রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচনেই বিপুল জয়। এমনকী এবার দখলে এসেছে মাদারিহাট কেন্দ্রটিও। এই পরিস্থিতিতে আজ বিকেল চারটেয় কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandyopadhyay) নেতৃত্বে বৈঠকে থাকবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি -সহ কর্মসমিতির সদস্যরা। ভোটের ফলের পর্যালোচনার পাশাপাশি সাংগঠনিক রদবদল নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে। একইসঙ্গে সোমবার থেকে শুরু হওয়া সংসদের অধিবেশনে সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে তৃণমূলের রণকৌশলের বিষয়ও এই বৈঠকে স্থান পেতে পারে বলে সূত্রের খবর।

শনিবার বাংলার ৬ আসনের উপনির্বাচনের ফলে সবুজ ঝড়। ছয়ে ৬ তৃণমূলের। বিজেপির দখলে থাকা মাদারিহাট কেন্দ্রটিও এসেছে রাজ্যের শাসকদলের দখলে। এক্ষেত্রে ভোট শতাংশ নিয়ে বিশ্লেষণ হতে পারে। কারণ, ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচনগুলি যে কোনও রাজনৈতিক দলের কাছে অ্যাসিড টেস্ট। একই সঙ্গে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে ফল প্রকাশ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণের মডেল জয়ী হয়েছে মহারাষ্ট্রে। এদিকে আঞ্চলিকদলকে প্রাধান্য দিয়ে I.N.D.I.A. জয় পেয়েছে ঝাড়খণ্ডে। এই পরিস্থিতি বিশ্লেষণ করে ২৬-এর রণকৌশল স্থির হতে পারে এদিনের কর্ম সমিতির বৈঠকে।

বেশ কিছুদিন ধরেই তৃণমূলের সাংগঠিক স্তরে রদবদলের জল্পনা চলছে। ৭ নভেম্বর জন্মদিনে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় দলে সাংগঠনিক রদবদলের জল্পনা উস্কে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। জানিয়ে ছিলেন, “আমার কাজ আমি করে দিয়েছি। চোখে অস্ত্রোপচারের আগেই কোথায় কাকে বদল করা উচিত, সে ব্যাপারে নেত্রীকে রিপোর্ট দিয়ে গেছি। এবার নেত্রী সিদ্ধান্ত নেবেন“ সূত্রের খবর, এই সব বিষয় নিয়ে আলোচনা হতে পারে কর্মসমিতির বৈঠক।

এর পাশাপাশি, সোমবার থেকে শুরু বিধানসভা ও লোকসভার শীতকালীন অধিবেশন। লোকসভায় দলের অবস্থান কী হবে, আদানি-সহ কেন্দ্রীয় সরকারের বিরোধিতার ইস্যু নিয়ে অধিবেশনে কী স্র্যা টিজি নেওয়া হবে- সে বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে। তবে আলোচনার বিষয় নিয়ে তৃণমূলের তরফে কোনও তথ্য মেলেনি।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version