নয়া ৬ বিধায়কের দ্রুত শপথের অনুরোধ, রাজ্যপালকে চিঠি দিচ্ছেন অধ্যক্ষ

রাজ্যে সদ্য সমাপ্ত ছয় বিধানসভার উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। দ্রুত বিধায়কদের শপথ করানোর অনুরোধ জানিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিচ্ছেন৷ চিঠিতে রাজ্যপালকে দ্রুত তাঁর সুবিধামতো দিনে বিধানসভায় এসে ছয় বিধায়ককে শপথবাক্য পাঠ করানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। অধ্যক্ষ চাইছেন, অহেতুক বিষয়টি নিয়ে দেরি না করে দ্রুত শপথ গ্রহণের পাঠ চুকিয়ে ফেলতে ।

সাম্প্রতিক অতীতে বিধায়কদের শপথ নিয়ে বারবার জলঘোলা হয়েছে । সংবাদের শিরোনামে উঠে এসেছে রাজভবন এবং বিধানসভার সংঘাত । গত শনিবার বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে à§· তাতে ছটি আসনেই তৃণমূল জয়ী হয়েছে । এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, নতুন করে আবারও শপথ গ্রহণ নিয়ে সংঘাত হবে না তো !রাজ্যপালের পদে দু’বছর পূর্তিতে সিভি আনন্দ বোস বলেছিলেন, আগামী সময়ে সরকারের সঙ্গে সুসম্পর্ক থাকুক এটাই তিনি চান । মূলত সেই জায়গা থেকে যেটা শোনা যাচ্ছে, রাজ্যপালকে বিধানসভায় এসে নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর জন্য অনুরোধ করা হবে । প্রশ্ন এটাই, তিনি কি অধ্যক্ষের অনুরোধে বিধানসভায় এসে বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন ! নাকি তা নিয়েও তৈরি হবে নয়া জটিলতা । যদিও বিধানসভা সূত্রে খবর, রাজ্যপাল অতীতে শপথ নিয়ে যেভাবে ডামাডোলের পরিবেশ তৈরি করার চেষ্টা করেছেন, তাতে বিকল্প রাস্তা খোলা রাখছে বিধানসভার সচিবালয় ।

বিধানসভার একটা সূত্র থেকে জানা যাচ্ছে, যেহেতু এই মুহূর্তে বিধানসভার অধিবেশন চলছে, সেক্ষেত্রে রাজ্যপাল শপথ নিয়ে গড়িমসি করলে, বিগত দিনে অন্যান্য জয়ী বিধায়কদের শপথের ক্ষেত্রে যেমন করা হয়েছিল, এক্ষেত্রেও তেমনই পদক্ষেপ করা হতে পারে । অর্থাৎ অহেতুক শপথ নিয়ে জটিলতা তৈরি করার চেষ্টা হলে বিধানসভার অধিবেশনেই ছয় বিধায়কের শপথবাক্য পাঠ করানো হতে পারে বলে খবর । আর সেক্ষেত্রে শপথবাক্য পাঠ করাতে পারেন অধ্যক্ষই ।

যদিও এই মুহূর্তে বিধানসভার তরফ থেকে সেই সংঘাতের রাস্তায় যাওয়ার বিষয়টি বলা হচ্ছে না । তবে বিকল্প রাস্তা যে রয়েছে, তার জন্য প্রস্তুতি শুরু করে দেওয়া হচ্ছে । রাজভবন উদ্যোগী না হলে, চলতি সপ্তাহেই সেক্ষেত্রে জয়ী তৃণমূল কংগ্রেসের ৬ বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে । তবে এই মুহূর্তে রাজভবন কী বলে তার জন্য অপেক্ষায় রয়েছে বিধানসভার সচিবালয় ।

আরও পড়ুন- সম্ভলে গুলি চালালো কে, চক্রান্তকারী যোগীর বিরুদ্ধে স্পিকারের দ্বারস্থ অখিলেশ