সোমবার ভোর পৌনে ছটায় বালুরঘাট থেকে ছাড়ে তেভাগা এক্সপ্রেস। সকাল ৬টা ১০ মিনিটে মল্লিকপুর স্টেশন পার করার পর রামপুর স্টেশনের ঠিক আগে দুর্ঘটনার মুখোমুখি হয় ট্রেনটি। হঠাৎ বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার ফলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে ট্রেনটি।

ঘটনাস্থলে যান রেলের বৈদ্যুতিক বিভাগের কর্মীরা। তারা মেরামতির কাজ শুরু করার বেশ কিছুক্ষণ পর মালদহ থেকে একটি ইঞ্জিন আনা হয়। সব মিলিয়ে প্রায় তিন ঘণ্টা সময় লেগে যায়। তার পর কলকাতার দিকে রওনা দিয়েছে ট্রেনটি।

দীর্ঘ ক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়ে থাকায় যাত্রী হয়রানি হয়েছে, স্বীকার করে নেয় রেল। কী কারণে ওই দুর্ঘটনা হল তা খতিয়ে দেখছেন কর্তৃপক্ষ। তবে যাত্রীদের অভিযোগ, এমন ঘটনা এর আগেও ঘটেছে। তবুও যাত্রী নিরাপত্তা নিয়ে কোনও হেলদোল নেই রেল কর্তৃপক্ষর।

