উপনির্বাচন মিটতেই জোরকদমে শুরু আবাসের সমীক্ষার কাজ, ডিসেম্বরেই একাউন্টে প্রথম কিস্তির টাকা

উপনির্বাচনের কারণে যে সব জেলায় আবাস যোজনার সমীক্ষার কাজ স্থগিত ছিল সেগুলোতে সোমবার থেকে সমীক্ষার কাজ শুরু হয়েছে। সারা রাজ্যে প্রথম পর্বের সমীক্ষার কাজ শেষ হয়ে রিপোর্ট জমা পড়লেও উপনির্বাচনের কারণে পাঁচ জেলায় সমীক্ষা বন্ধ রাখতে হয়েছিল। এবার তা জোর কদমে শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন ১৫ থেকে ৩০ শে ডিসেম্বরের মধ্যে যোগ্য আবেদনকারীদের একাউন্টে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে। অন্যান্য জেলার মতো যাতে ওই পাঁচ জেলাতেও একই সময়ে উপভোক্তারা টাকা পান তা নিশ্চিত করতে বলা হয়েছে।

সমীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে আবাস প্রকল্পে চূড়ান্ত তালিকা তৈরি করে টাকা ছাড়ার নির্ধারিত সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছে। আগে ওই সময়সীমা ছিল ২০ ডিসেম্বর। সেই সময় সীমা তিনদিন বাড়ানো হয়েছে। ২০ তারিখের পরিবর্তন ২৩ ডিসেম্বরের মধ্যে টাকা ছাড়ার জন্য তৈরি থাকতে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। আবাস প্রকল্পের সমীক্ষার কাজ ১৪ নভেম্বর শেষ করার কথা ছিল। সে জায়গায় তা শেষ হয়েছে ১৮ নভেম্বর। ফলে সম্পূর্ণ প্রক্রিয়াই কিছুটা পিছিয়ে গিয়েছে। তাই জেলা প্রশাসনকে টাকা দেওয়ার ক্ষেত্রে আরও তিনদিন সময় দেওয়া হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তবে তার আগেই তিনটি স্তরে হবে আবাসের তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া।

গ্রাম সভা, ব্লক স্তরের কমিটি ও জেলা স্তরে কমিটি, এই তিনটি স্তরে শুরু হবে এই তিনটি পর্যায়ে আবাস তালিকা অনুমোদন দেওয়ার পরেই অর্থ বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে বলে পঞ্চায়েত দফতর জানিয়েছে। আবাস যোজনার তালিকা প্রত্যেকটি ব্লক, এসডিও, জেলাশাসকদের অফিস ও জেলার ওয়েবসাইটগুলিতে ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত তালিকা দিতে হবে। ওই সময়সীমার মধ্যে তালিকা থেকে আসা যে কোনও অভিযোগ হলে তার মীমাংসা।

আরও পড়ুন- হেরিটেজ ইন কলকাতা: ওয়ার্ল্ড হেরিটেজ উইকে শহরের ঐতিহ্যকে রক্ষা করার বার্তা ফিরহাদের